দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট

তীব্র স্রোতের কারণে লঞ্চ চলাচল বন্ধ

বণিক বার্তা প্রতিনিধি রাজবাড়ী

 পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে ঝুঁকি এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে গতকাল বেলা ১টার দিকে দৌলতদিয়া ঘাট পরিদর্শনকালে রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেন

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিটিএ) দৌলতদিয়া কার্যালয় সূত্র জানায়, পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে রাজবাড়ীর দৌলতদিয়া থেকে মানিকগঞ্জের পাটুরিয়ায় নৌযান চলাচল ব্যাহত হচ্ছে নদীতে পানি বেড়ে ভাঙন দেখা দেয়ায় এরই মধ্যে দৌলতদিয়ায় তিনটি ঘাট বন্ধ করে দেয়া হয়েছে রুটে যানবাহন পারাপারের জন্য ১৬টি ফেরি থাকলেও গতকাল চলাচল করেছে ১১টি স্রোতের কারণে ফেরির নদী পার হতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগছে ফেরি সংকটের কারণে ঘাট এলাকায় কয়েকশ যানবাহন আটকা পড়েছে

অবস্থার মধ্যে গতকাল ঘাট পরিদর্শনে আসেন জেলা প্রশাসক দিলসাদ বেগম সময় তিনি ঘাট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন এবং ঝুঁকির কথা বিবেচনা করে লঞ্চ চলাচল বন্ধের সিদ্ধান্ত নেন

দৌলতদিয়া লঞ্চঘাটের সুপারভাইজার মোহাম্মদ আলী মোল্লা জানান, তীব্র স্রোতে চলাচলে সমস্যা হওয়ায় গতকাল দুপুর থেকে লঞ্চ বন্ধ রাখা হয়েছে পরিস্থিতিতে লঞ্চের যাত্রীদের ফেরিতে পারাপার হতে বলা হচ্ছে

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, পদ্মা নদীতে পানি বৃদ্ধি তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে

রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, তীব্র স্রোতে দৌলতদিয়ায় লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ায় বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে স্রোত কমলে পরিস্থিতি স্বাভাবিক হলে ফের লঞ্চ চলাচল শুরু হবে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন