পিপলস লিজিং

ডিসেম্বরের মধ্যে টাকা ফেরত চান আমানতকারীরা

নিজস্ব প্রতিবেদক

 টাকা ফেরত পাওয়ার সময়সীমা নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন অবসায়ন প্রক্রিয়ায় থাকা পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের আমানতকারীরা ৩১ ডিসেম্বরের মধ্যে টাকা ফেরত পেতে বাংলাদেশের ব্যাংকের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে কোনো ব্যবস্থা না হলে অর্থ মন্ত্রণালয় এবং ক্রমান্বয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হওয়ারও সিদ্ধান্ত গ্রহণ করেছে আমানতকারীদের একটি অ্যাডহক কমিটি

গতকাল রাজধানীর গুলশান ক্লাবে আমানতকারীদের করণীয় নিয়ে একটি আলোচনার আয়োজন করে পিপলস লিজিংয়ের আমানতকারী সমিতির অ্যাডহক কমিটি কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন মো. আনোয়ারুল হক, যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন কামাল আহমেদ রানা ঘোষ এবং সম্পাদক কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন প্রশান্ত কুমার দাস সারতাজ ভূঁইয়া এছাড়া কমিটিতে সাতজন সদস্য রয়েছেন

আমানতকারীদের মধ্যে আলোচনার পর নিজেদের করণীয় বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানান অ্যাডহক কমিটির আহ্বায়ক মো. আনোয়ারুল হক তিনি বলেন, যেহেতু নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকই পিপলস লিজিংকে লাইসেন্স দিয়েছে সুতরাং আমাদের প্রথম কাজ হবে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করা তার কাছে যাওয়ার আগে নিজেদের দাবিগুলো সুনির্দিষ্ট করার জন্য আমাদের আরো আলোচনা করতে হবে তবে বিষয়ে আমরা একমত, বাংলাদেশ ব্যাংকের কাছে আমরা দাবি জানাব, তারা যেন দীর্ঘসূত্রতা পরিহার করে ৩১ ডিসেম্বরের মধ্যে আমাদের আমানতকৃত টাকা ফেরত দেয়ার ব্যবস্থা করে বাংলাদেশ ব্যাংকের কাছে আশানুরূপ উত্তর না পেলে আমরা অর্থ মন্ত্রণালয়ের দ্বারস্থ হব এখানেও ব্যর্থ হলে, আমরা প্রধানমন্ত্রীর কাছে যাব

প্রসঙ্গত, ক্রমাগত লোকসানের মুখে থাকা পিপলস লিজিংকে অবসায়নের জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠায় বাংলাদেশ ব্যাংক মন্ত্রণালয়ের কাছ থেকে অনুমোদন পাওয়ার পর কোম্পানিটিকে অবসায়নের জন্য উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক অবসায়ন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অস্থায়ী ভিত্তিতে একজন অবসায়কও নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংক

পিপলস লিজিংয়ের পুঞ্জীভূত লোকসান হাজার ৩২৪ কোটি টাকা ছাড়িয়েছে হাজার কোটি টাকা ছাড়িয়েছে প্রতিষ্ঠানটির মূলধন ঘাটতি ২৮৫ কোটি টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটির বিতরণকৃত ঋণের ৬৬ শতাংশ খেলাপি হয়ে পড়েছে অবস্থায় কার্যক্রম পরিচালনার সক্ষমতা হারিয়েছে পিপলস লিজিং

নিরীক্ষক পিনাকী অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস তাদের কোয়ালিফায়েড অপিনিয়নেও পিপলস লিজিংয়ের ব্যবসা চালিয়ে যাওয়া নিয়ে সন্দেহ পোষণ করেছে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৮ হিসাব বছরের আর্থিক প্রতিবেদনে নিরীক্ষক প্রতিষ্ঠানটির পর্যবেক্ষণ অনুযায়ী, সাবসিডিয়ারি কোম্পানি পিএলএফএস ইনভেস্টমেন্টসহ ২০১৮

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন