অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই সোনার বাংলা ইন্স্যুরেন্সের

নিজস্ব প্রতিবেদক

 সাম্প্রতিক সময়ে সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারদর লেনদেন অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার পেছনে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের এক চিঠির উত্তরে তথ্য জানিয়েছে কোম্পানিটি

বাজার পর্যালোচনায় দেখা যায়, প্রায় এক মাসের মধ্যে সোনার বাংলা ইন্স্যুরেন্সের শেয়ারদর সর্বোচ্চ ৫০ দশমিক শতাংশ বেড়েছে ১১ সেপ্টেম্বর শেয়ারটির সমাপনী দর ছিল ২৪ টাকা ৪০ পয়সা ২৯ সেপ্টেম্বর দর বেড়ে দাঁড়ায় ৩৬ দশমিক টাকা অবশ্য বৃহস্পতিবার শেষ কার্যদিবসে শেয়ারটির সমাপনী দর কিছুটা কমে দাঁড়ায় ৩৪ টাকা ৭০ পয়সা

বৃহস্পতিবার সোনার বাংলা ইন্স্যুরেন্সের শেয়ার সর্বশেষ ৩৪ টাকা ৬০ পয়সা হাতবদল হয়েছে দিনভর দর ৩৪ টাকা ১০ পয়সা থেকে ৩৬ টাকা ৩০ পয়সার মধ্যে ওঠানামা করে গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১৩ টাকা ৮০ পয়সা ৬৯ টাকা ৬০ পয়সা

এদিকে সাম্প্রতিক সময়ে কোম্পানিটির শেয়ার লেনদেনের পরিমাণও অস্বাভাবিকভাবে বেড়েছে ২২ সেপ্টেম্বর যেখানে কোম্পানিটির মোট লাখ ৪২ হাজার ২২৭টি শেয়ার লেনদেন হয়, সেখানে ২৪ সেপ্টেম্বর লেনদেনকৃত শেয়ারের সংখ্যা এক লাফে বেড়ে দাঁড়ায় ৩৫ লাখ ৭৪ হাজার ১৪টি সর্বশেষ বৃহস্পতিবার হাজার ৬২৭ বারে কোম্পানিটির ১৬ লাখ ৯৮ হাজার ১৯টি শেয়ার হাতবদল হয়েছে

চলতি ২০১৯ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) সোনার বাংলা ইন্স্যুরেন্সের সম্মিলিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৯ পয়সা প্রথমার্ধে (জানুয়ারি-জুন) কোম্পানিটির সম্মিলিত ইপিএস হয়েছে ৯৬ পয়সা ৩০ জুন সম্মিলিতভাবে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট আয় (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৬৯ পয়সা

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন