২০১৯-২০ বিপণনবর্ষে

চীনের কাছে ৪ লাখ ৬৪ হাজার টন সয়াবিন বিক্রি যুক্তরাষ্ট্রের

বণিক বার্তা ডেস্ক

 যুক্তরাষ্ট্র থেকে বেসরকারি পর্যায়ে রফতানিকারকরা চীনের কাছে লাখ ৬৪ হাজার টন সয়াবিন বিক্রি করেছেন ২০১৯-২০ বিপণনবর্ষে (সেপ্টেস্বর-আগস্ট) সরবরাহ চুক্তিতে এসব সয়াবিন ক্রয় করেছে চীন মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) সাম্প্রতিক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে খবর রয়টার্স

চীনের কয়েকজন আমদানিকারক শুল্কমুক্ত কোটার আওতায় যুক্তরাষ্ট্র থেকে ক্রয়ের জন্য ছয় লাখ টনের বেশি সয়াবিন বুকিং করেছেন, যা চলতি বিপণনবর্ষের নভেম্বর থেকে জানুয়ারিতে সরবরাহ করা হবে এমন তথ্য প্রকাশের পর ইউএসডিএ তথ্য নিশ্চিত করে

এছাড়া এমন একটি সময় তথ্য প্রকাশ করা হলো, যখন আগামী মাস থেকে চীন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য আলোচনা শুরু হতে যাচ্ছে এর মাধ্যমে প্রায় ১৫ মাস ধরে চলা বাণিজ্যযুদ্ধের সমাপ্তি ঘটতে পারে, এমন আভাসে দুই দেশের মধ্যে সয়াবিনের কেনাবেচা বাড়িয়েছেন খাতসংশ্লিষ্টরা

ইউএসডিএর তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম থেকে দুই দেশের মধ্যে পণ্যটির কেনাবেচা শুরু হওয়ার পর পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ২১ লাখ টন সয়াবিন ক্রয় করেছেন চীনের আমদানিকারকরা

তবে যুক্তরাষ্ট্র থেকে চীনের সয়াবিন ক্রয় এখনো স্বাভাবিকের তুলনায় বেশ কম এর আগে চীন সবচেয়ে বেশি সয়াবিন ক্রয় করত ওয়াশিংটন থেকে কৃষিপণ্যটির আমদানির বৈশ্বিক তালিকায় চীনের অবস্থান শীর্ষে অন্যদিকে রফতানিতে যুক্তরাষ্ট্রের অবস্থান দ্বিতীয় শীর্ষ

কিন্তু বাণিজ্যযুদ্ধের মধ্যে পাল্টাপাল্টি শুল্কনীতির তালিকাভুক্ত হয় পণ্যটি ফলে চীনের আমদানিকারকরা যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্যটির আমদানি সীমিত করে আনেন এর বিনিময়ে তারা দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশের প্রতি ঝুঁকে পড়েন বিশেষ করে ব্রাজিলের প্রতি গত কয়েক মাসে ব্রাজিল থেকে দেশটির সয়াবিন ক্রয় উল্লেখযোগ্য হারে বেড়েছে

যার ফলে চলতি বছরের শুরু থেকে ব্রাজিলের সয়াবিনের শীর্ষ ক্রেতার তালিকায় চলে আসে চীন সময়ে ব্রাজিল থেকে মোট রফতানীকৃত সয়াবিনের ৮০ শতাংশই কিনেছে দেশটি এছাড়া চলতি বছর সয়াবিনের বৈশ্বিক বাণিজ্যের ৬০ শতাংশই হয়েছে দেশ দুটির মধ্যে

এদিকে বিশ্বের বৃহৎ দুই অর্থনীতির মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধের প্রভাবে কৃষিপণ্যের লেনদেন কমেছে যার প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থনীতিতে কয়েক মাস ধরেই বৈশ্বিক অর্থনীতিতে শ্লথগতি চলছে যে কারণে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ বিদ্যমান সুদহার কমিয়ে আনতে বাধ্য হয়েছে অর্থনীতিতে চাঙ্গা ভাব ফেরাতে চীনের কেন্দ্রীয় ব্যাংকও সুদহার কমিয়ে এনেছে

বিরোধ নিরসনে এর আগে যুক্তরাষ্ট্র চীনের  উচ্চপর্যায়ের ব্যক্তিদের মধ্যে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন