চীনকে বাইডেনের বিরুদ্ধে তদন্তের আহ্বান ট্রাম্পের

বণিক বার্তা ডেস্ক

 মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী নির্বাচনে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিরুদ্ধে যেকোনো বিচারবিভাগীয় তদন্তে সম্পূর্ণ সহযোগিতার জন্য ইউক্রেনকে অনুরোধ জানিয়েছিলেন বলে স্বীকার করেছে হোয়াইট হাউজ অন্যদিকে বিদেশী সহায়তা চাওয়া নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই এবার চীনের কাছে বাইডেনের ওপর তদন্তের আহ্বান করেছেন ট্রাম্প খবর ইনডিপেনডেন্ট সিএনবিসি

ক্ষমতা অপব্যবহার করে বিদেশী সহযোগিতা চাওয়া নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্ত শুরু করা হয়েছে এর মধ্যেই এবার খোদ চীনকে বাইডেনকে নিয়ে তদন্ত করার আহ্বান জানিয়েছেন তিনি বৃহস্পতিবার হোয়াইট হাউজের লনে সাংবাদিকদের ট্রাম্প বলেন, চীনের উচিত জো বাইডেনকে নিয়ে তদন্ত শুরু করা

এদিকে সম্প্রতি হোয়াইট হাউজ থেকে প্রকাশিত এক নিউজ লেটারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছে ট্রাম্পের বাইডেনকে নিয়ে বিচারবিভাগীয় তদন্তে সহযোগিতার অনুরোধ জানানোর কথা প্রকাশ করা হয় ট্রাম্প তার মিত্ররা সাবেক ভাইস প্রেসিডেন্ট বাইডেন তার ছেলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন যদিও তাদের অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি

উল্লেখ্য, ২০১৪ সালে জো বাইডেন ভাইস প্রেসিডেন্ট থাকাকালে তার ছেলে হান্টার বাইডেন ইউক্রেনের প্রাকৃতিক গ্যাস কোম্পানি বুরিসমায় যোগ দেন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন