বিরোধীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা থাই সেনাবাহিনীর

বণিক বার্তা ডেস্ক

 সংবিধান সংশোধনের নামে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করছে অভিযোগে কয়েকজন বিরোধীদলীয় নেতা শিক্ষাবিদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেছে থাইল্যান্ডের সেনাবাহিনীর একটি অংশ শুক্রবার পুলিশের বরাতে তথ্য নিশ্চিত হয়েছে খবর রয়টার্স

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে সৃষ্ট অস্থিরতায় সেনাবাহিনীর একটি ইউনিটের করা অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ

পুলিশের মুখপাত্র কিসানা পাথানাচ্যারোয়েন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, কোনো অপরাধ হলো কিনা বা কারা করেছে তা আমরা খতিয়ে দেখছি

থাইল্যান্ডের রাষ্ট্রদ্রোহ আইনের ধারা অনেক বিস্তৃত এবং ২০১৪ সালের সেনা অভ্যুত্থানের পর তা বিরোধীদের দমনে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ কিছু মানবাধিকার গোষ্ঠীর

গত সপ্তাহে দেশটির দক্ষিণাঞ্চলীয় পাত্তানি প্রদেশে একটি পাবলিক সেমিনারে অংশগ্রহণ করেছিলেন ১২ জন প্রখ্যাত বিরোধী নেতা, রাজনীতিবিদ শিক্ষাবিদ ওই সেমিনারে তারা ২০১৭ সালে সেনা কর্তৃপক্ষের মিত্রদের দ্বারা আনীত সংবিধান সংশোধনের প্রস্তাবনা দেন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন