সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের সেবা খাতের প্রবৃদ্ধি তিন বছরের সর্বনিম্নে

বণিক বার্তা ডেস্ক

 শুল্ক নিয়ে উদ্বেগের জেরে যুক্তরাষ্ট্রের সেবা খাতের কার্যক্রম গত সেপ্টেম্বরে তিন বছরের সর্বনিম্নে নেমে এসেছে বাণিজ্য উত্তেজনার প্রভাব যে বিভিন্ন খাতে ছড়িয়ে পড়েছে, এর মাধ্যমে তা স্পষ্ট হয়ে উঠেছে খবর রয়টার্স

চলতি সপ্তাহে ম্যানুফ্যাকচারিং খাতের প্রবৃদ্ধি ১০ বছরের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে এদিকে ইনস্টিটিউট ফর সাপ্লাই ম্যানেজমেন্ট (আইএসএম) গত বৃহস্পতিবার এক জরিপে আসন্ন মন্দার পূর্বাভাস দিয়েছে, যদিও একটি শক্তিশালী শ্রমবাজার অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সহনীয় মাত্রায় রেখেছে

বিভিন্ন খাতে রকম নেতিবাচক সংবাদের জেরে টানা ১১ বছর ধরে চলা যুক্তরাষ্ট্রের দীর্ঘতম অর্থনৈতিক সম্প্রসারণ ধরে রাখতে মাসে সুদহার কমাতে পারে ফেডারেল রিজার্ভ (ফেড) গত মাসেও সুদহার কমিয়েছিল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকটি ২০০৮ সালের আর্থিক সংকটের পর গত জুলাইয়ে প্রথমবারের মতো সুদহার কমায় ফেড

নিউইয়র্কস্থ এমইউএফজির মুখ্য অর্থনীতিবিদ ক্রিস রাপকে বলেন, শ্লথগতি ছড়িয়ে পড়তে শুরু করেছে এবং তার মানে দাঁড়াচ্ছে ফেডের কর্তারা চলতি বছর তৃতীয়বারের মতো সুদহার কমাতে যাচ্ছেন চলতি মাসের শেষের দিকে পলিসি মিটিংয়ে বসতে যাচ্ছেন ফেডের পরিচালকরা

আইএসএমের জরিপে বলা হয়, গত সেপ্টেম্বরে নন-ম্যানুফ্যাকচারিং খাতের কার্যক্রম সূচক ৫২ দশমিক ৬০ পয়েন্টে নেমে এসেছে, যা ২০১৬ সালের আগস্টের পর সর্বনিম্ন ৫০ পয়েন্টের উপরের রিডিং সাধারণত সেবা খাতের সম্প্রসারণ বোঝায়, যা যুক্তরাষ্ট্রের মোট অর্থনৈতিক কার্যক্রমের দুই-তৃতীয়াংশ রয়টার্সের এক জরিপে সেপ্টেম্বরে খাতে কার্যক্রম সূচকের পূর্বাভাস ছিল ৫৫ দশমিক ১০ পয়েন্ট

গত মঙ্গলবার আইএসএম জানায়, তাদের সূচকে গত সেপ্টেম্বরের ম্যানুফ্যাকচারিং খাতের কার্যক্রম ২০০৯ সালের জুনের (যখন মহামন্দা শেষ হচ্ছিল) পর সর্বনিম্নে নেমে এসেছে সেবা খাতের বেশির ভাগ ব্যবসা প্রতিষ্ঠানই শুল্ক, শ্রমশক্তি অর্থনীতি কোন দিকে এগোচ্ছে, সেসব নিয়ে উদ্বেগের মধ্যে ছিল

জনপ্রশাসন, ফিন্যান্স, বীমা খাতসহ ১৩টি শিল্প গত মাসে প্রবৃদ্ধির তথ্য জানিয়েছে শিক্ষাসেবা অন্যান্য সেবা খাতে গত মাসে সংকোচনের খবর পাওয়া গেছে

বিশ্বের বেশকিছু শীর্ষ মুদ্রার বিপরীতে গত মাসে ডলারের মানে পতন হয়েছে এবং যুক্তরাষ্ট্রের ট্রেজারির দাম বেড়েছে চলতি মাসে ফের সুদহার কর্তনের সংবাদে ওয়াল স্ট্রিটে উঁচু দরে শেয়ার লেনদেন হয়েছে

উৎপাদন ক্রয়াদেশ হ্রাসের ফলে সেবা খাতের কার্যক্রম সূচক দশমিক ৬০ পয়েন্ট হ্রাস পেয়ে ৫৩ দশমিক ৭০ পয়েন্ট দাঁড়িয়েছে, যা তিন বছরের মধ্যে সর্বনিম্ন তবে

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন