দুই বছর পর ত্রৈমাসিক মুনাফা বেড়েছে এইচঅ্যান্ডএমের

বণিক বার্তা ডেস্ক

 দুই বছরেরও বেশি সময় পর প্রথম কর-পূর্ব ত্রৈমাসিক মুনাফা বৃদ্ধির কথা জানিয়েছে সুইডেনের বহুজাতিক খুচরা পোশাক বিক্রেতা কোম্পানি এইচঅ্যান্ডএম বিশ্বের দ্বিতীয় বৃহৎ খুচরা ফ্যাশন বিক্রেতাটি জানায়, সাফল্যের পেছনে অবদান রয়েছে বাজারের দ্রুত পরিবর্তনগুলোর সঙ্গে তাল মিলিয়ে চলা খবর রয়টার্স

বেশ কয়েক বছর ধরে লাভ কমার পর ব্যবসা পুনরুদ্ধারে ব্যাপক ব্যয় করতে শুরু করেছে এইচঅ্যান্ডএম একই সঙ্গে মূল এইচঅ্যান্ডএম ব্র্যান্ডের দোকানগুলোতে বিক্রি মন্থর হওয়ায় মজুদ বাড়াচ্ছে

মুনাফা বৃদ্ধি খবরে বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে প্রতিষ্ঠাতা পেরসন পরিবারের নিয়ন্ত্রণে থাকা কোম্পানিটির শেয়ারদর দশমিক শতাংশ বাড়তে দেখা যায়

এক গবেষণা নোটে বিনিয়োগ ব্যাংক কার্নেগি জানিয়েছে, চার বছরের বেশি সময় পর কোম্পানির শক্তিশালী ত্রৈমাসিক মুনাফার কথা জানাল এইচঅ্যান্ডএম, যা পরিবর্তন নিয়ে কোম্পানিটির আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে পারে

এইচঅ্যান্ডএম পুনরায় মুনাফার পথে ফিরে আসতে শুরু করেছে, আশায় ২০১৮ সালে ১৩ বছরের সর্বনিম্নে গিয়ে দাঁড়ানোর পর চলতি বছর সুইডিশ খুচরা পোশাক বিক্রেতাটির শেয়ারদর ৫৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে শেয়ারদর ৫০ শতাংশের বেশি বাড়লেও তা এখনো ২০১৫ সালের সর্বোচ্চ স্তরের অর্ধেক

জুন-আগস্ট প্রান্তিকে কোম্পানিটির কর-পূর্ববর্তী মুনাফা প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে ২০১৭ সালের দ্বিতীয় প্রান্তিকের পর জুন-আগস্ট প্রান্তিকটিতে মুনাফা প্রথমবার বেড়ে ৫০ কোটি ৭০ লাখ ডলারে (৫০০ কোটি ক্রাউন) দাঁড়িয়েছে এক বছর আগের একই সময় মুনাফার পরিমাণ ছিল ৪০ কোটি ৭৫ লাখ ডলার (৪০১ কোটি ক্রাউন) আন্তর্জাতিক আর্থিক তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান রেফিনিটিভের পরিসংখ্যান অনুসারে, বিশ্লেষকরা প্রান্তিকটিতে এইচঅ্যান্ডএমের মুনাফা বেড়ে প্রায় ৫০ কোটি ডলারের কাছাকাছি হবে বলে পূর্বাভাস করেছিলেন

এক বিবৃতিতে এইচঅ্যান্ডএমের সিইও কার্ল-ইয়োহান পেরসন বলেন, আমাদের উচ্চপর্যায়ের রূপান্তর কাজ চলার মধ্যেই তৃতীয় প্রান্তিকে কোম্পানির পরিচালন মুনাফা ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে ত্বরিত বিক্রয় প্রবৃদ্ধিও মুনাফা বাড়াতে সহায়তা করেছে

এর আগে ১৬ সেপ্টেম্বর এক বিবৃতিতে এইচঅ্যান্ডএম জানিয়েছিল, গ্রীষ্মকালীন কালেকশনের ভালো গ্রহণযোগ্যতার কারণে প্রান্তিকটিতে বিক্রয় প্রবৃদ্ধি তিন বছরের মধ্যে সবচেয়ে ভালো ছিল তবে বিনিয়োগ আবারো কোম্পানিটির মুনাফা মার্জিন সংকুচিত করতে পারে বলে সে সময় আশঙ্কা প্রকাশ করেছিলেন বিশ্লেষকরা

এইচঅ্যান্ডএমের গ্রস মার্জিন প্রকৃতপক্ষে ৫০ দশমিক শতাংশ থেকে বেড়ে ৫০ দশমিক শতাংশ হয়েছে এছাড়া এর পরিচালন মুনাফা মার্জিন দশমিক শতাংশ

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন