হংকং থেকে ৪০০ কোটি ডলার চলে গেছে সিঙ্গাপুরে

বণিক বার্তা ডেস্ক

 আন্দোলন শুরুর পর হংকং থেকে আগস্টের মধ্যে প্রায় ৪০০ কোটি ডলার সিঙ্গাপুরে চলে গেছে বলে জানিয়েছে গোল্ডম্যান স্যাকস গ্রুপ এশিয়ার বাণিজ্যিক হাব হিসেবে পরিচিত চীনের নিয়ন্ত্রণাধীন শহরটিতে প্রায় চার মাস ধরে বিক্ষোভ চলছে খবর ব্লুমবার্গ

চার মাস আগে একটি বহিঃসমর্পণ বিলকে কেন্দ্র করে শহরটিতে শুরু হওয়া আন্দোলন মূল দাবি ছাড়িয়ে অন্যান্য ইস্যুতে তীব্রতর হওয়ায় সেখানকার রাজনৈতিক পরিস্থিতির অবনতি ঘটে উদ্ভূত পরিস্থিতিতে অনেক বিনিয়োগকারী প্রতিষ্ঠান সেখানে অন্যান্য দেশে নিজেদের বিনিয়োগ সরিয়ে নিয়েছে বা নিচ্ছে

নিউইয়র্কভিত্তিক গোল্ডম্যান স্যাকসের প্রতিবেদনে আন্দোলন শুরুর পর থেকে আগস্টের মধ্যে শহরটি থেকে সিঙ্গাপুরে চলে গেছে হংকং ডলার ডিপোজিটের মোট পরিমাণ ৩০০ থেকে ৪০০ কোটি ডলার হতে পারে বলে উল্লেখ করা হয়েছে প্রসঙ্গত, সিঙ্গাপুর অঞ্চলের আরেক বাণিজ্যিক হাব হিসেবে পরিচিত

আগস্টে আগের মাসের তুলনায় শহরটির স্থানীয় মুদ্রার ডিপোজিটের পতন হয়েছে দশমিক শতাংশ এক বছরের বেশি সময়ের মধ্যে এটি সর্বোচ্চ পতন স্থানীয় মুদ্রার ডিপোজিটের এতটা পতন হওয়ায় মোট এইচকে ডলারের পরিমাণ দশমিক ৮৪ ট্রিলিয়নে দাঁড়িয়েছে বলে জানিয়েছে হংকং আর্থিক কর্তৃপক্ষ

উল্লিখিত সময়ে শহরটির স্থানীয় মুদ্রার ডিপোজিটের পতনের জন্য আইপিওর অতিমন্দা অবস্থাকে দায়ী করেছে হংকং আর্থিক কর্তৃপক্ষ তবে সেপ্টেম্বরের প্রথম তিন মাসে শেয়ারবাজারে কিছুটা চাঙ্গা ভাব লক্ষ করা গেছে

প্রসঙ্গত, গণচীনের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে চলমান বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে ওইদিন পুলিশ প্রায় ১৮০ জনকে গ্রেফতার করেছে বলে জানা গেছে অন্যদিকে একটি স্কুলবালকের বুকে গুলি লাগায় বিক্ষোভ আরো চরমে ওঠে

এদিকে বিনিয়োগকারীদের কাছে লেখা প্রতিবেদনে বিশ্লেষক গুপরিত সিং সাহি ইয়িংশেং গুয়াও বলেন, হংকংয়ের এইচকেডি ডিপোজিট থেকে আমরা মধ্যম পর্যায়ের আউটফ্লো এবং সিঙ্গাপুরের এফএক্স ডিপোজিটে মধ্যম পর্যায়ের ইনফ্লো লক্ষ করেছি শহরটির আউটফ্লো বা তারল্য নিয়ে সৃষ্ট বিতর্ক আরো কিছুদিন চলবে বলে জানিয়েছেন এই দুই বিশ্লেষক

অন্যদিকে শহরটিতে চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ জারি এবং ঔপনিবেশিক যুগের বিতর্কিত জরুরি অবস্থা ঘোষণার সুপারিশ করছে স্থানীয় পুলিশ উল্লেখ্য, ১৯৬৭ সালে তুমুল দাঙ্গার সময় পাবলিক অর্ডার অর্ডিন্যান্স পাস করে হংকং এটি প্রয়োগ করে কারফিউ জারি করার ক্ষমতা রাখে শহরটির প্রশাসন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন