প্রকল্প বাস্তবায়নে জবাবদিহিতা নিশ্চিতে করণীয়

এম আর খায়রুল উমাম

প্রধানমন্ত্রী কোনো কর্মকর্তার গাফিলতির কারণে উন্নয়ন প্রকল্প প্রণয়নের সময় ভুল অ্যাসেসমেন্ট হলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মেঘনা নদীর ভাঙন থেকে ভোলা জেলার চরফ্যাশন পৌর শহর সংরক্ষণ প্রকল্পের সংশোধনী প্রস্তাব অনুমোদন দিতে গিয়ে একনেক সভায় প্রধানমন্ত্রী নির্দেশনা দেন দেশ জাতির কল্যাণ বিবেচনায় দেরিতে হলেও প্রধানমন্ত্রীর নির্দেশনা সাধুবাদযোগ্য ন্যূনতম জবাবদিহিতার কোনো ব্যবস্থাপনা না থাকার কারণে আমাদের দেশে বহু পরিকল্পনা ভুল প্রমাণিত হওয়ার পরও কারো শাস্তি হতে দেখা যায় না; বরং পুরস্কৃত হওয়ার শত সহস্র উদাহরণ চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে ব্যর্থ প্রকল্পের কোনো দায় গ্রহণ না করেই নতুন একটা প্রকল্পের দায়িত্ব পেয়ে যাওয়ায় বাধাই আসেনি প্রধানমন্ত্রীর নজরে পড়ার মতো সমস্যা যদি কখনো কোনো কারণে দেখা যায়, তবে আমাদের করাতের দাঁতের মতো প্রশাসন হওয়ায় পানি নিচের দিকে গড়িয়ে দেয়া হয়ে থাকে নিম্নপদস্থ এক বা একাধিক কর্মচারীর ওপর ভুলের দায় চাপিয়ে সবাই খুব নিশ্চিন্তে জবাবদিহিতা দায়বদ্ধতা রক্ষায় ব্রতী হয়ে থাকেন তবে সাধারণ জনগণ মনে করে, প্রধানমন্ত্রী উন্নয়ন প্রকল্প প্রণয়নের সময় ভুল অ্যাসেসমেন্ট হলে দায়ীকে তিরস্কারের ব্যবস্থা নিয়েছেন, ঠিক তেমনি সফল প্রকল্প প্রণয়নের পুরস্কারের ব্যবস্থা জরুরি

স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোন কোন উন্নয়ন প্রকল্প প্রণয়নের সময় ভুল অ্যাসেসমেন্ট হয়নি, তা বলতে গবেষণার প্রয়োজন পড়বে বিপরীতে ভুল অ্যাসেসমেন্টের কারণে দেশ জাতি ক্ষতিগ্রস্ত এমন প্রকল্পের তালিকা করতে গেলে কোন প্রকল্পের আগে কোনটা আসবে তা নিয়ে রীতিমতো যুদ্ধ করতে হবে আমাদের শিক্ষা, স্বাস্থ্য, যাতায়াত, কলকারখানা, পানি, বিদ্যুৎ, গ্যাস ইত্যাদি এমন একটা সেক্টর পাওয়া যাবে না, যেখানকার কোনো প্রকল্প প্রথম অ্যাসেসমেন্টে সফলভাবে শেষ করা গেছে আমরা যে স্বাধীন, ব্রিটিশ বা পাকিস্তানিরা নেই, তা কারো মনেই নেই সবাই ধরে নিয়েছে দেশ চিরকালীন, তাই নিজের ভবিষ্যৎ আগে গড়ে নাও, পরে দেশ জাতির কথা ভাবা যাবে কারণ দেশ তো থাকলই তাই ভুল থেকে শিক্ষাগ্রহণের কোনো প্রয়োজনীয়তাই দেখা গেল না, একের পর এক ভুল পরিকল্পনার উন্নয়ন জাতির ললাটে লিখে দেয়া হলো এই ঐতিহ্যের ধারাবাহিকতা থেকে আমরা মুক্তি পেলাম না এখনো

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন