তরুণ জনগোষ্ঠী ও সংগঠন প্রসঙ্গ

কাজী ফারুক আহমেদ

আজ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষকতা পেশায় সৃজনশীল তরুণদের অবস্থান তৈরির লক্ষ্যে ইউনেস্কো বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করেছে—‘তরুণ শিক্ষকরাই পেশার ভবিষ্যৎ সেই সঙ্গে তথ্যবহুল একটি ধারণাপত্র প্রকাশ করেছে এরই মধ্যে দিবসটি উপলক্ষে ইউনেস্কোর মহাপরিচালক অদ্রে আজুলে, আইএলওর মহাপরিচালক গাই রাইডার, ইউনিসেফের কার্যনির্বাহী পরিচালক হেনেরিটা এইচ ফোর, ইউএনডিপির প্রশাসনিক কর্মকর্তা এচিম স্টেইনার এডুকেশন ইন্টারন্যাশনালের সাধারণ সম্পাদক ডেভিড এডওয়ার্ডসের যৌথ বাণী প্রকাশিত হয়েছে ধারণাপত্র বাণী দুটোরই প্রধান অংশ জুড়ে আছে বিশ্বব্যাপী শিক্ষা ব্যবস্থার অব্যাহত ক্ষয় রোধে নতুন শক্তি উদ্যম কাজে লাগানোর প্রসঙ্গ স্বাভাবিকভাবে এসেছে পুরনো, গতানুগতিক ধারার পরিবর্তে শিক্ষা ব্যবস্থার ধমনিতে নতুন রক্ত সংযোজনের, প্রচলিত সীমাবদ্ধতা থেকে উত্তরণে শিক্ষায় তরুণের নেতৃত্ব প্রতিষ্ঠা প্রসঙ্গ নতুন প্রজন্মের শিক্ষক ছাড়া কারো পক্ষে দুরূহ কাজটি সম্পন্ন করা যে সম্ভব নয়, তা মেনে নিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলো উল্লেখ করেছে আগামী দশকে বিপুলসংখ্যক শিক্ষকের অবসরে যাওয়ার কথা, কিন্তু তাদের স্থান পূরণে তরুণদের আগ্রহ পরিলক্ষিত হচ্ছে না ২০৩০ সালের মধ্যে ৬৯ মিলিয়নের বেশি শিক্ষক নিয়োগ দেয়া না হলে এসডিজির লক্ষ্য পূরণ অসম্ভব হয়ে পড়বে সেজন্য ৪৮ দশমিক মিলিয়ন নতুন শিক্ষক নিয়োগের বিকল্প নেই কিন্তু নতুন শিক্ষক যে শিক্ষকতায় আসতে আগ্রহী হবেন তার নিশ্চয়তা কোথায়? এসডিজির প্রত্যাশা পূরণ লক্ষ্যমাত্রার সঙ্গে তরুণ প্রজন্মের শিক্ষকতায় যোগদানের আগ্রহ বৃদ্ধি অনুকূল পরিবেশ সৃষ্টি করা না গেলে বিরাজিত শিক্ষকস্বল্পতা শিক্ষায় সৃজনশীল, বৈচিত্র্যপূর্ণ দক্ষতার সংকট মোচনের আর কোনো বিকল্প পন্থা নেই বাস্তবতা উপলব্ধি করেই নির্ধারিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবসের এবারের প্রতিপাদ্য 

শিক্ষকতায় অনীহা: দেশ-বিদেশের তথ্য পরিসংখ্যানে এখন এটা স্পষ্ট যে ফিনল্যান্ড, নেদারল্যান্ডস সিঙ্গাপুরের কথা বাদ দিলে পেশা হিসেবে শিক্ষকতা তরুণ, এমনকি মধ্যবয়সীদের খুব একটা আকর্ষণ করে না অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, কানাডা, যুক্তরাষ্ট্রসহ অনেক উন্নত দেশেই তরুণদের কাছে পেশা হিসেবে শিক্ষকতা তাদের অগ্রাধিকার তালিকায় নেই এমনকি তরুণদের একটা উল্লেখযোগ্য অংশই পেশা ছেড়ে দেয়ার পক্ষে যুক্তরাজ্যে বেশি কাজ কম বেতনের কারণে যাদের বয়স ৩৫ বছরের কম, তাদের প্রায় অর্ধেকসংখ্যক শিক্ষক আগামী পাঁচ বছরের মধ্যে শিক্ষকতা ছেড়ে দিতে পারেন বলে ন্যাশনাল ইউনিয়ন অব টিচার্সের এক জরিপে জানা যায় আমেরিকায় ৪১ শতাংশ প্রাথমিক মাধ্যমিক স্তরের শিক্ষক পেশায় যোগদানের পাঁচ বছরের মধ্যে পেশা ত্যাগ করেন বলে ইউনেস্কোর বিশ্ব শিক্ষক দিবস ২০১৯ উপলক্ষে প্রকাশিত ধারণাপত্রে উল্লেখ করা হয়েছে সরকার থেকে বেতন-ভাতা প্রাপ্তির জন্য য?

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন