৯ হাজার কর্মী ছাঁটাই করবে এইচপি

বণিক বার্তা ডেস্ক

 বহুজাতিক প্রযুক্তি কোম্পানি হিউলেট প্যাকার্ড (এইচপি) পুনর্গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে এরই অংশ হিসেবে নতুন করে নয় হাজার বা কর্মিবাহিনীর ১৬ শতাংশ ছাঁটাইয়ের পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি পার্সোনাল কম্পিউটার (পিসি) নির্মাতা এইচপির নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এনরিক লরেস সম্প্রতি একযোগে আরো বিপুলসংখ্যক কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা প্রকাশ করেন আগামী তিন বছরে পরিকল্পনা বাস্তবায়ন করা হবে খবর এপি

বিবৃতিতে পিসি প্রিন্টার নির্মাতা প্রতিষ্ঠানটির সিইও জানান, ২০২০ সালের শেষ নাগাদ সাত থেকে নয় হাজার কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে মোট কর্মিবাহিনীর সদস্য সংখ্যা কমিয়ে ৫৫ হাজারে নামিয়ে আনা হবে একযোগে বিপুলসংখ্যক কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে ২০২২ অর্থবছরের শেষ থেকে বার্ষিক ১০০ কোটি ডলার পরিচালন ব্যয় কমানোর প্রত্যাশা করা হচ্ছে

২০১৬ সালের অক্টোবরে এইচপির পরিচালনা পর্ষদ পুনর্গঠন প্রক্রিয়ায় অনুমোদন দিয়েছিল, যা ২০১৯ সালের মধ্যে বাস্তবায়নের তথ্য জানানো হয় পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে সে সময় চার হাজার কর্মী ছাঁটাই করা হবে বলে জানিয়েছিল প্রতিষ্ঠানটি তবে একই বছরের মে মাসে এইচপি জানায় কর্মী ছাঁটাই - শতাংশ বাড়তে পারে

২০১৫ সালে হিউলেট প্যাকার্ড ইনকরপোরেশন দুই ভাগে বিভক্ত হয়ে কার্যক্রম শুরু করেছিল বৈশ্বিক বাজারে ব্যবসা জোরদারে এমন উদ্যোগ নিয়েছিল প্রতিষ্ঠানটি বর্তমানে বিভক্ত হিউলেট প্যাকার্ড ইনকরপোরেশনের হার্ডওয়্যার ব্যবসা এইচপির অধীনস্থ পিসি ব্যবসাও বিভাগের আওতায় পরিচালিত হচ্ছে অন্যদিকে প্রতিষ্ঠানটির সফটওয়্যার সেবা ব্যবসা পরিচালিত হচ্ছে হিউলেট প্যাকার্ড এন্টারপ্রাইজ (এইচপিই) বিভাগের আওতায় কর্মী ছাঁটাই বাবদ প্রতিষ্ঠানটির ব্যয় ৭০ কোটি ডলার ছাড়াবে এর আগে ৫০ কোটি ডলারের কথা বলা হয়েছিল

বৈশ্বিক পিসি বাজার খারাপ সময় পার করছে বাজারটিতে খুব একটা ভালো পরিস্থিতিতে নেই এইচপি মোবাইল ডিভাইস, বিশেষ করে স্মার্টফোন ট্যাবলেটে পিসির অনেক সুযোগ-সুবিধা মিলছে যে কারণে বৈশ্বিক পিসি বাজারে ক্রমান্বয়ে বিক্রি কমছে কম্পিউটিংয়ের জন্য ব্যবহারকারীরা এখন সহজে বহনযোগ্য মোবাইল ডিভাইসে ঝুঁকছেন

গার্টনারের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) সরবরাহ বিবেচনায় বৈশ্বিক পিসির বাজারে শীর্ষস্থানে রয়েছে লেনোভো চীনভিত্তিক পিসি নির্মাতা প্রতিষ্ঠান বৈশ্বিক বাজারের ২২ দশমিক শতাংশ দখলে রেখেছে জানুয়ারি-মার্চ প্রান্তিকে এক বছর আগের একই প্রান্তিকের চেয়ে প্রতিষ্ঠানটির পিসি সরবরাহ দশমিক শতাংশ কমেছে তার পরও বাজারের শীর্ষস্থান

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন