গত জানুয়ারির শীতকালীন দলবদলে ফরাসি ক্লাব নতে থেকে ওয়েলসের কার্ডিফ সিটিতে নাম লেখান আর্জেন্টাইন ফরোয়ার্ড এমিলিয়ানো সালা। নতুন ক্লাবে যোগ দিতে ফ্রান্স থেকে একটি ভাড়া করা বিমানে রওনা দেন সালা ও বিমানের পাইলট ডেভিড ইবোস্টন। পথে বৈরী আবহাওয়ায় পড়ে বিমানটি ইংলিশ চ্যানেলের কাছাকাছি বিধ্বস্ত হলে দুজনই মারা যান। ২৮ বছর বয়সী ফুটবলার মারা যাওয়ার নয় মাস পরও তার দলবদল ফি নিয়ে দুই ক্লাবের মধ্যে বিবাদের অবসান ঘটেনি। ফিফার আদালত থেকে এখন সেটি যাচ্ছে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে।
ফি নিয়ে বিবাদের মীমাংসার ভার পড়ে ফিফার ওপর। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি এ সপ্তাহে কার্ডিফকে ফির প্রথম কিস্তির ৬০ লাখ ইউরো (৬৫ লাখ ডলার) পরিশোধ করার নির্দেশ দেয়। তবে ফিফার এ নির্দেশনা মনঃপূত হয়নি কার্ডিফের। তাই ওয়েলসভিত্তিক ক্লাবটি এখন আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে। তারা ফিফার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আপিল করবে।
বিবিসি জানায়, দুর্ঘটনার আগে ফি নিয়ে দুই পক্ষের মধ্যে কথাবার্তা চূড়ান্ত হয়েই ছিল এবং ১৭ মিলিয়ন ইউরো ফির প্রথম কিস্তি পরিশোধের কথা ছিল জানুয়ারিতে এবং দ্বিতীয় কিস্তি পরিশোধের কথা ২০২০ সালের জানুয়ারিতে। এরই মধ্যে বিমান বিধ্বস্ত হয়ে খেলোয়াড়টি মারা গেলে পরিস্থিতি পাল্টে যায়। খেলোয়াড়টিকে নিজেদের তাঁবুতে না পেয়ে কার্ডিফও ফি দিতে গরিমসি করতে থাকে। তারা জানায়, সালা আনুষ্ঠানিকভাবে কার্ডিফে যোগ না দেয়ায় তারা ফি পরিশোধে বাধ্য নয়।
ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়ে বর্তমানে চ্যাম্পিয়নশিপে খেলা কার্ডিফ যুক্তি দেখায়, চুক্তির সংশোধিত কাগজে স্বাক্ষর করেননি সালা এবং চুক্তিটিও সম্পন্ন হয়নি বলে ফিফার ‘প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি’র সিদ্ধান্তে তারা যারপরনাই হতাশ। এক বিবৃতিতে ওয়েলসের ক্লাবটি জানায়, ‘কার্ডিফ সিটি ফিফাকে যে তথ্যাদি সরবরাহ করেছে, তার পুরোটা না দেখে তারা একটি ছোট বিষয়ের প্রেক্ষাপট থেকে সিদ্ধান্তে উপনীত হয়েছে। অধিকন্তু চুক্তিটি যে সম্পন্ন হয়নি, তার সুস্পষ্ট প্রমাণও রয়েছে। একটি চুক্তিতে কাগজপত্রসহ বেশকিছু তথ্যাদির প্রয়োজন পড়ে, যা এখানে তৈরি ছিল না, ফলে চুক্তিটিও বাতিল প্রমাণিত হয়। আমরা এ নিয়ে ক্রীড়া আদালতে আপিল করব এবং দুই ক্লাবের মধ্যে চলমান বিবাদ নিয়ে পরিপূর্ণ আইনি পরিস্থিতি সম্পর্কে জানতে চাইব।’
নিজেদের নির্দেশনার ব্যাপারে ফিফা বলছে, মর্মান্তিক এ দুর্ঘটনার পর সৃষ্ট পরিস্থিতির বিচার করার ক্ষেত্রে তারা কখনই নিজেদের লক্ষ্য থেকে বিচ্যুত হয়নি এবং তথ্য-প্রমাণ বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত দেয়া হয়েছে। তাদের বিবৃতিতে বলা হয়, ‘২০১৯ সালের ১৯ জানুয়ারি দুই ক্লাবের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তি অনুযায়ী এমিলিয়ানো সালার দলবদলের প্রথম কিস্তির ৬০ লাখ ইউরো এফসি নতেকে অবশ্যই পরিশোধ করবে কার্ডিফ সিটি এফসি।’
ফিফার সিদ্ধান্তে কার্ডিফ অখুশি হলেও দারুণ খুশি নতে। আইনজীবী জেরোম মারসাউদন ও লুইস-ম্যারি আবসিলের মাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা বলছে, ‘আমরা ফিফার সিদ্ধান্তকে স্বাগত জানাই। নিজেদের অঙ্গীকার আর খেলার আইনের প্রতি অবশ্যই সম্মান দেখাতে হবে কার্ডিফকে। এই মর্মান্তিক দুর্ঘটনা গোটা ক্রীড়া সম্প্রদায়কেই নাড়িয়ে দিয়ে যায়। তবে এর বাইরে দুই ক্লাবের মধ্যে যে অঙ্গীকার হয়েছিল তার প্রতি আমাদের সবাইকে সম্মান দেখাতে হবে, যা ফিফার রায়ে প্রমাণিত হয়েছে। এটা কোনো চমকের কিছু নয়। নয় মাস ধরে নতে নিজেদের অবস্থানে অনড় থেকেছে: এমিলিয়ানো কার্ডিফে সই করেছে, নতের সঙ্গে তার চুক্তির সমাপ্তি ঘটেছে এবং দুর্ঘটনার দিন ফিফা কর্তৃক পাঠানো ইন্টারন্যাশনাল ট্রান্সফার কনট্র্যাক্টও (আইটিসি) বলছে, এমিলিয়ানো কার্ডিফেরই খেলোয়াড়।’
নতের দাবি, সালা কার্ডিফে যোগ দেয়ায় ওয়েলসের ক্লাবটিকে সম্পূর্ণ ফি পরিশোধ করতে হবে। আগের অঙ্গীকার মতো, প্রথম কিস্তির ১৭ মিলিয়ন ইউরো পরিশোধ না করায় গত ফেব্রুয়ারিতেই ফিফার দ্বারস্থ হয় নতে।
দুর্ভাগা ফুটবলার সালা এক ইঞ্জিনবিশিষ্ট একটি ছোট বিমানে ফ্রান্স থেকে রওনা হন। তবে সেদিনের আবহাওয়া বেশ বৈরী ছিল এবং ইংলিশ চ্যানেলের ওপর দিয়ে ওড়ার সময় তা সাগরে বিধ্বস্ত হয়। বিমানের ধ্বংসাবশেষ থেকে সালার মরদেহ উদ্ধার করা গেলেও পাইলটের মরদেহ কখনই খুঁজে যাওয়া যায়নি।
সালাকে বহনকারী বিমানের দুর্ঘটনায় পতিত হওয়া নিয়ে অনুসন্ধান চালায় ব্রিটেনের ‘এয়ার অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্রাঞ্চ’। গত আগস্টে তারা এক বিবৃতিতে জানায়, হয়তো বিমানটিতে অতিমাত্রায় কার্বন মনোক্সাইড ছিল বলে এমন দুর্ঘটনা ঘটেছে।
সালার মৃত্যুর পর বিপর্যয় নেমে আসে কার্ডিফেও। ইংলিশ প্রিমিয়ার লিগে এক মৌসুম খেলেই অবনমিত হয়ে যায় ক্লাবটি। বর্তমানে ২৪ দলের এ লিগে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে মালয়েশিয়ান ধনকুবের ভিনসেন্ট ট্যানের মালিকানাধীন ক্লাবটি। বুধবার সর্বশেষ ম্যাচে তারা ৩-০ গোলে হারায় কুইন্স পার্ক রেঞ্জার্সকে। তবে আইনি ঝামেলায় মাঠের সাফল্য উপভোগ করতে পারছে কি কার্ডিফ শহরের ১২০ বছরের পুরনো ক্লাবটি? বিবিসি, এএফপি