পাকিস্তানের সিরিজ জয়

নিজেদের ক্রিকেটের নতুন প্রত্যাবর্তনটা স্মরণীয় করে রাখল পাকিস্তান শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ --তে জিতে নিয়েছে তারা প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে লংকানদের গুঁড়িয়ে জয় তুলে নেয় সরফরাজ আহমেদের দল আর তৃতীয় শেষ ম্যাচেও বড় লক্ষ্য তাড়া করে জয়রথ ধরে রাখে স্বাগতিকরা ম্যাচে পাকিস্তানের জয় উইকেটের বড় ব্যবধানে ২৯৮ রানের লক্ষ্য তাড়ায় তখনো বাকি ছিল ১০ বল

সিরিজ জয়ের পর উচ্ছ্বসিত সরফরাজ পাকিস্তানে আরো ক্রিকেট খেলার প্রত্যাশার কথা জানান জয় শেষে তিনি বলেন, আমি ১০ বছর পর এখানে খেলছি সবাই নিজেদের দেশে ক্রিকেট খেলতে চায়, তাই আশা করি পাকিস্তানে ক্রিকেট চলমান থাকবে

এর আগে বড় লক্ষ্য তাড়ায় শুরু থেকেই মারমুখী ভূমিকায় ছিলেন ইমাম-উল-হকের বদলে জায়গা পাওয়া আবিদ আলী উদ্বোধনী জুটিতে ফখর জামানকে নিয়ে গড়েন ১২৩ রানের জুটি ওয়ানিন্দু ডি সিলভার বলে আবিদ ফেরেন ৭৪ রান করে ৬৭ বলের ইনিংসে ছিল ১০টি চারের মার ফখর বাবর আজমের জুটি পাকিস্তানকে নিয়ে যায় ১৮১ রানে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান বাবরকে ৩১ রানে ফিরিয়ে জুটি ভাঙেন নুয়ান প্রদীপ সেই প্রদীপের বলেই ৭৬ রান করে সাজঘরমুখো ফখর দ্রুততম সময়ের মধ্যে উইকেট হারালেও বিচলিত হয়নি পাকিস্তান দলকে ২৪৪ রানে রেখে ফেরেন সরফরাজ (২৩) পরে ৫৬ রান করে আউট হন হারিস সোহেলও তবে ২২ বলে ২৮ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন ইফতেখার আহমেদ 

টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের একাই শাসন করেন দানুশকা গুনাথিলাকা ১৩৪ বলে তিনি খেলেন ১৩৩ রানের দারুণ এক ইনিংস তার ইনিংস সাজানো ছিল ১৬টি চার এক ছয়ের মারে বাকিদের মাঝে ২৪ বলে ৪৩ রান করেন দাসুন শানাকা পাকিস্তানের হয়ে ফাস্ট বোলার মোহাম্মদ আমির নেন উইকেট এছাড়া উসমান শিনওয়ারি নেন একটি ক্রিকইনফো

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন