সিএসইর ‘ইনভেস্টর এডুকেশন অ্যান্ড প্রটেকশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান কার্যালয়ে ইনভেস্টর এডুকেশন অ্যান্ড প্রটেকশন শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারটি পরিচালনা করেন সিএসইর ডেপুটি ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) ফয়সাল হুদা। উদ্বোধন করেন সিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. গোলাম ফারুক। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিএসইর চিফ রেগুলেটরি অফিসার মোহাম্মদ শামসুর রহমান। উদ্বোধনী বক্তব্যে মো. গোলাম ফারুক বলেন, সঞ্চয় বিপদের সুরক্ষা। আর সঞ্চয় করতে হয় বিনিয়োগের মাধ্যমে। বিনিয়োগের অনেক ঝুঁকি রয়েছে। এসব ঝুঁকি এড়াতে হলে বিনিয়োগ শিক্ষার বিকল্প নেই।

সেমিনারে ফিন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস নিয়ে পেপার নোট উপস্থাপন করেন সিএসইর ডেপুটি ম্যানেজার রুবাইয়া আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিএসইর এজিএম হেড অব ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট আরিফ আহমেদ। সেমিনারে চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন