নতুন বাণিজ্যযুদ্ধে এশীয় শেয়ারবাজারে পতন

যুক্তরাষ্ট্র ইউরোপের সঙ্গে নতুন একটি বাণিজ্য বিরোধে জড়ানোর পর গতকাল এশীয় শেয়ারদর এক মাসের সর্বনিম্নে দাঁড়িয়েছে। এয়ারবাস নিয়ে বিরোধের জেরে ইউরোপীয় পণ্যের ওপর শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যা এরই মধ্যে অস্থিতিশীল বৈশ্বিক প্রবৃদ্ধিকে আরো অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।

গতকাল জাপান বাদে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিস্তৃত এমএসসিআই সূচকে দশমিক ৭৮ শতাংশ পতন দেখা যায়। অন্যদিকে জাপানের নিক্কেই সূচক কমেছে দশমিক ২০ শতাংশ, যা ছয় মাসের মধ্যে একদিনের সবচেয়ে বড় পতন হতে যাচ্ছে। এছাড়া অস্ট্রেলিয়ার শেয়ারগুলো দশমিক ১৩ শতাংশ নিচে নেমে পাঁচ সপ্তাহের সর্বনিম্নে দাঁড়িয়েছে।

মার্কিন স্টক ফিউচার দশমিক ২৫ শতাংশ ঊর্ধ্বগতি লাভ করলেও বাজার মনোভাব চাঙ্গা করতে ব্যর্থ হয়েছে, বিশেষ করে বুধবার ওয়াল স্ট্রিটে তীব্র পতনের পর। বুধবার ওয়াল স্ট্রিটের প্রধান তিনটি সূচকের সবই দশমিক শতাংশের বেশি হারিয়েছে।

অন্যদিকে ম্যানুফ্যাকচারিং শ্রমবাজার পরিসংখ্যান দুর্বল হওয়ায় দুই বছর মেয়াদি মার্কিন বন্ড ইল্ডে পতন দেখা গেছে। মূলত দুর্বল পরিসংখ্যান যুক্তরাষ্ট্রের অর্থনীতির ওপর চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধের ক্রমবর্ধমান নেতিবাচক প্রভাবের প্রতিফলন।       সূত্র: রয়টার্স

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন