বিদেশী মিশনের সামরিক উপদেষ্টাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

রোহিঙ্গা শিবির পরিদর্শনে দুদিনের সফরে গতকাল কক্সবাজার গেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জাপান, ভারত তুরস্কসহ প্রায় ২০টি দেশের সামরিক উপদেষ্টারা। সশস্ত্র বাহিনী বিভাগের ব্যবস্থাপনায় তারা রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন।

সফরকালে সামরিক উপদেষ্টারা কক্সবাজারের একাধিক রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন। পাশাপাশি মিয়ানমার থেকে বাস্তুচ্যুত নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা, বিদেশী দাতা সংস্থাদের কার্যক্রম এবং ক্যাম্প ব্যবস্থাপনার সঙ্গে জড়িত বাংলাদেশী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের বর্তমান অবস্থা, মিয়ানমারে ফেরত যাওয়ার বিষয়ে তাদের চিন্তাভাবনা প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পর্কে সম্যক ধারণা প্রদানের উদ্দেশে, এই পরিদর্শনের আয়োজন করা হয়েছে। আইএসপিআর

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন