চবিতে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৩৪ শিক্ষার্থী

বণিক বার্তা প্রতিনিধি চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার আবেদন শেষ হয়েছে বিশ্ববিদ্যালয়ের ৪৮টি বিভাগ পাঁচটি ইনস্টিটিউটের মোট হাজার ৯২৬টি আসনের বিপরীতে আবেদন করেছেন লাখ ৬৬ হাজার ৮৭০ শিক্ষার্থী ফলে প্রতি আসনে লড়বেন ৩৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী

এসব তথ্য নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কার্যক্রমের সমন্বয়ক আইসিটি সেলের পরিচালক অধ্যাপক . হানিফ সিদ্দিকী বলেন, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অটোমেশন পদ্ধতিতে নিরবচ্ছিন্নভাবে ভর্তির আবেদন প্রক্রিয়া পরিচালনা করা হয়েছে ন্যূনতম সেকেন্ডের জন্যও প্রক্রিয়ায় কোনো ত্রুটি দেখা দেয়নি বরাবরের মতো এবারো অত্যন্ত সফলভাবে কার্যক্রম পরিচালনা করছি

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল সূত্র জানায়, গত সেপ্টেম্বর বেলা ১১টা থেকে ৩০ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করেছেন ভর্তিচ্ছুরা অক্টোবর একই সময় পর্যন্ত টাকা জমা দেয়ার সুযোগ পেয়েছেন শিক্ষার্থীরা

ইউনিটের অধীনে বিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, ইঞ্জিনিয়ারিং অনুষদ এবং সমুদ্রবিজ্ঞান মৎসবিদ্যা অনুষদের ভর্তি পরীক্ষার জন্য ৫২ হাজার ৭৮০ জন আবেদন করেছেন বি ইউনিটের অধীনে বিশ্ববিদ্যালয়ের কলা মানববিদ্যা অনুষদের ভর্তি পরীক্ষার জন্য ৪২ হাজার জন আবেদন করেছেন সি ইউনিটের অধীনে ব্যবসায় প্রশাসন অনুষদের ভর্তি পরীক্ষার জন্য ১৪ হাজার জন আবেদন করেছেন ডি ইউনিটের অধীনে সমাজবিজ্ঞান অনুষদ, আইন অনুষদ, ব্যবসায় প্রশাসন অনুষদ (আংশিক) জীববিজ্ঞান অনুষদের দুটি বিভাগের (আংশিক) ভর্তি পরীক্ষার জন্য ৫২ হাজার ৯১৭ জন আবেদন করেছেন বি১ উপ-ইউনিটের অধীনে কলা মানববিদ্যা অনুষদ অধিভুক্ত চারুকলা ইনিস্টিউট, নাট্যকলা বিভাগ সংগীত বিভাগের ভর্তি পরীক্ষার জন্য হাজার ৯৪২ জন এবং ডি১ উপ-ইউনিটের অধীনে শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষার জন্য হাজার ২২৬ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন