ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ : বিভিন্ন দাবিতে আবারো আন্দোলনে শিক্ষার্থীরা

বণিক বার্তা প্রতিনিধি ঝিনাইদহ

 ক্লাস-পরীক্ষা চালু, যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনাপত্তিপত্র পাওয়ার দাবিতে আবারো সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেছেন ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের শিক্ষার্থীরা

গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সদর উপজেলার হলিধানী এলাকার কলেজের সামনে কর্মসূচি পালন করেন তারা

সময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, কলেজটি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়েছে কিন্তু যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনাপত্তিপত্র দিচ্ছে না যে কারণে নয় মাস ধরে তাদের ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে গতকাল ক্লাস-পরীক্ষা চালু এনওসি পাওয়ার দাবিতে সড়ক অবরোধ করেন তারা পরে জেলা প্রশাসনের প্রতিনিধি পুলিশ কর্মকর্তাদের আশ্বাসে ঘণ্টা পর সড়ক অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা এসব দাবি পূরণে আগামী মঙ্গলবার পর্যন্ত সময় দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা সময়ের মধ্যে দাবি মানা না হলে আবারো মহাসড়ক অবরোধ করে আন্দোলনের হুমকি দিয়েছেন তারা

এদিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়ক বন্ধ করে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট দেখা দেয় ভোগান্তিতে পড়েন ওই সড়কে চলাচলকারী যাত্রী চালকরা পরে পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের আশ্বাসে ঘণ্টা পর অবরোধ তুলে নিয়ে যান চলাচল স্বাভাবিক হয়

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন