ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ : আজও আগ্রাসী বাংলাদেশ!

ক্রীড়া প্রতিবেদক

 কৃত্রিম ঘাসের মসৃণ মাঠে খেলে অভ্যস্ত ভুটান ঢাকায় জল-কাদা মাখামাখির প্রীতি ম্যাচে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি দলটি ম্যাচে - গোলের আয়েশি জয়ে বাংলাদেশের সামর্থ্য বোঝাও কঠিন ছিল আজ দ্বিতীয় ম্যাচে সামর্থ্যের প্রমাণ দিতে চায় লাল-সবুজরা

কাতার ভারতের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবে ভুটানের সঙ্গে সিরিজের আয়োজন প্রথম ম্যাচে আক্রমণাত্মক ফুটবল খেলা স্বাগতিকরা আজো একই কৌশল নেবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচ প্রীতি ম্যাচে সাধারণত মুখ্য বিষয় থাকে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো জেমি ডে পরীক্ষার ম্যাচেও জয়ের বিকল্প দেখছেন না বাছাইয়ের কঠিন ম্যাচের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চান কোচ আজকের ম্যাচ নিয়ে জেমি বলেন, আগের মতো আক্রমণাত্মক ফুটবলই খেলব আমরা মাঠের অবস্থা যেমনই থাকুক, আমরা নিজেদের মতো খেলব, জয়ের লক্ষ্যে নামব

রোববারের ম্যাচে আত্মবিশ্বাসের সঙ্গে নাবিব নেওয়াজ জীবনকে ফিরে পেয়েছে বাংলাদেশ দল ঢাকা আবাহনীর ফরোয়ার্ড ম্যাচের প্রথমার্ধেই জোড়া গোল করে স্বাগতিকদের চালকের আসনে বসান ম্যাচ থেকেও তেমন প্রাপ্তির সুযোগ খুঁজছেন ৪০ বছর বয়সী ইংলিশ কোচ তার কথায়, সেটপিস থেকে পাওয়া সুযোগ শতভাগ কাজে লাগানোর চেষ্টা করছি আমরা কেবল ভুটানকে নিয়ে ভাবলে চলবে না আমাদের সামনে কঠিন ম্যাচ অপেক্ষা করছে সে ম্যাচগুলোয় খুব বেশি সুযোগ হয়তো আসবে না যে সুযোগ পাব, তা কাজে লাগানোর চেষ্টা করতে হবে

১০ অক্টোবর ঢাকায় কাতারকে আতিথ্য দেবে বাংলাদেশ বিশ্বকাপ বাছাইয়ে এটিই হতে যাচ্ছে প্রথম হোম ম্যাচ ওই ম্যাচের পর অ্যাওয়ে ম্যাচ খেলতে দল ভারত যাবে কলকাতায় সল্টলেক স্টেডিয়ামে ১৫ অক্টোবর মুখোমুখি হবে দুই প্রতিবেশী দেশ ১০ সেপ্টেম্বর আফগানিস্তানের কাছে - গোলের হার দিয়ে বিশ্বকাপ বাছাই শুরু করেছে বাংলাদেশ ভুটান ম্যাচে জয়, আত্মবিশ্বাসের পাশাপাশি ফিফা র্যাংকিংয়ে উন্নতির বিষয়ও মাথায় রাখছেন বাংলাদেশ কোচ, ম্যাচ জিতলে ফিফা র্যাংকিংয়ে উন্নতির সুযোগ থাকছে আমাদের সামনে ওই জায়গায় আমাদের উন্নতি করতে হবে

এদিকে প্রথম ম্যাচ হারের পর জয়ের খোঁজে আছে অতিথি ভুটানও এটা আমাদের মান রক্ষার ম্যাচ আমরা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে যাব এক ম্যাচ হেরেছি, এবার আর হারতে চাই না’—বলেন ভুটান কোচ পেমা দর্জি ম্যাচের আগে গতকাল দুই দলই কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুশীলন করেছে অনুশীলনের পর বাংলাদেশকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখলেন ভুটান কোচ বলেছেন,

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন