জলবায়ু চুক্তি নিয়ে সম্মত হতে ব্যর্থ জার্মানির মন্ত্রীরা

বণিক বার্তা ডেস্ক

 জার্মানির বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা জলবায়ু সংরক্ষণের নানা দিক নিয়ে গতকাল একটি সমঝোতায় পৌঁছার কথা থাকলেও ব্যর্থ হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সরকারি সূত্র ফলে চলতি বছরের মধ্যে দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের ঐতিহাসিক জলবায়ু সংরক্ষণ পরিকল্পনা পাস করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হাতে সময় আরো কমে এল খবর রয়টার্স

দক্ষিণপন্থী সিডিইউ-সিএসইউ বামপন্থী এসপিডি জোট বর্তমানে দেশটির ক্ষমতায় রয়েছে গতকাল পরিবেশ, অর্থ, অর্থনীতি পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রীরা বহু আকাঙ্ক্ষিত জলবায়ু চুক্তিতে ব্যর্থ হওয়ায় ডান-বাম জোটের বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ আরো গভীরতর হবে বলে ধারণা করা হচ্ছে গতকালের চুক্তিতে ব্যর্থ হওয়ায় দলগুলো আসন্ন আঞ্চলিক নির্বাচনে ক্ষতিগ্রস্ত আন্তঃদলীয় কোন্দল আরো চরমে উঠতে পারে

এদিকে সরকারের এক মুখপাত্র বলেন, মন্ত্রীরা আজ কোনো সমঝোতায় পৌঁছতে পারেননি আগামী বুধবার তারা জলবায়ু সংরক্ষণের বিস্তারিত বিষয়ে একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছবেন

কার্বন নিঃসরণের পরিমাণ কমানো, গাড়ি উড়োজাহাজ চলাচলের শুল্ক বাড়ানো ২০২৩ সাল থেকে ট্রাক চলাচলের ওপর শুল্ক বসানো নিয়ে একমত হতে না পারায় গতকালের বৈঠক বিফল হয়েছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন