জঙ্গি হামলায় মালিতে অন্তত ২৫ সেনা নিহত

বণিক বার্তা ডেস্ক

 পশ্চিম আফ্রিকার দেশ মালির দুটি সেনা ছাউনিতে ভয়াবহ জঙ্গি হামলায় অন্তত ২৫ সেনা নিহত আরো ৬০ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে সরকারি সূত্র খবর বিবিসি

দেশটির বাউলকেসি মন্দোরু শহরের নিকটবর্তী বুরকিনা ফাসোর সীমান্তবর্তী ক্যাম্পে সোমবার ওই হামলার শিকার হয় সেনারা  জবাবে দেশটির সেনারাও ১৫ জঙ্গিকে হত্যা করেছে এবং ঘটনার পর থেকে ওই সব এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে তবে সেনাদের প্রচুর সরঞ্জাম লুট হয়েছে বলে জানিয়েছে একই সূত্র এটি সরকারি সেনাদের ওপর চলতি বছরের সবচেয়ে বড় নৃশংসতম হামলা এদিকে বুরকিনা ফাসোর সীমান্তে মালি ফরাসি সেনারা যৌথ অভিযান শুরু করেছে

প্রসঙ্গত, ২০১২ সাল থেকে দেশটি জঙ্গি সহিংসতা নৃতাত্ত্বিক কোন্দলের শিকার হচ্ছে জঙ্গিরা একটা সময় দেশটির উত্তর অঞ্চল দখলে নিয়ে নিলে ফরাসি সেনাবাহিনী সেখানে অভিযান শুরু করে প্রসঙ্গত, মালি ছাড়া পশ্চিম আফ্রিকার  বুরকিনা ফাসো, শাদ, নাইজার মৌরিতানিয়া ফ্রান্সের নেতৃত্বে বিদ্রোহী দমন অভিযানে অংশ নিচ্ছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন