ড্যাফোডিলে ‘৪র্থ শিল্পবিপ্লব ও ভবিষ্যতের কাজ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সরকারের আইসিটি বিভাগের এটুআই প্রকল্পের উদ্যোগে ৪র্থ শিল্পবিপ্লব ভবিষ্যতের কাজ শীর্ষক এক সেমিনার গতকাল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন এটুআই প্রকল্পের প্রকল্প পরিচালক মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক যুগ্ম সচিব . মো. আব্দুল মান্নান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এটুআই প্রকল্পের পলিসি স্পেশালিস্ট (স্কিল ফর এমপ্লয়মেন্ট) এইচএম আসাদ উজ জামান।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক . ইউসুফ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে আরো উপস্থিত ছিলেন ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী মোহাম্মদ নূরুজ্জামান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার অধ্যাপক . ইঞ্জিনিয়ার একেএম ফজলুল হক, বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের উপদেষ্টা কেএম হাসান রিপন, বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন, সহযোগী ডিন বিভাগীয় প্রধানরা।

প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুল মান্নান বলেন, আসন্ন চতুর্থ শিল্পবিপ্লব মোকাবেলার জন্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে। সময় তিনি নিজের উদ্ভাবিত কিছু প্রকল্পের কথা উল্লেখ করেন এবং ভবিষ্যতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন