প্রাকৃতিক রাবারে টেকসই উন্নয়নের আহ্বান মিয়ানমারের

বণিক বার্তা ডেস্ক

প্রাকৃতিক রাবার উৎপাদন রফতানিতে মিয়ানমার বেশ সম্ভাবনাময়। দেশটি খাতে দিন দিন নিজেদের অবস্থান আরো পোক্ত করে চলেছে। সম্প্রতি বন, জীববৈচিত্র্য বাস্তুসংস্থানের কোনো ক্ষতি না করে খাতে টেকসই উন্নয়নের আহ্বান জানিয়েছেন দেশটির কৃষিমন্ত্রী। খবর সিনহুয়া।

মিয়ানমারের রাজধানী নেপিদোয় অনুষ্ঠিত আন্তর্জাতিক রাবার সম্মেলন-২০১৯- বক্তব্য দেয়ার সময় দেশটির কৃষিমন্ত্রী ডক্টর অং থু রাবার -জাতীয় পণ্যের রফতানি বৃদ্ধি, নতুন বাজার খোঁজা এবং খাতে আরো বেশি জনবল যুক্ত করতে সংশ্লিষ্টদের পরামর্শ দেন। সময়ে তিনি উচ্চমানের রাবার উৎপাদন এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তা করার কথাও বলেন।

মিয়ানমার ২০১৮ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক রাবার গবেষণা উন্নয়ন বোর্ডের সদস্যপদ লাভ করে এবং সম্প্রতি প্রাকৃতিক রাবার উৎপাদনকারী দেশগুলোর সংস্থা এএনআরপিসিতে যোগদান করে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন