ওহাইও অপিওয়েড সংকট মামলা

২ কোটি ৪ লাখ ডলারে নিষ্পত্তি জেঅ্যান্ডজের

বণিক বার্তা ডেস্ক

যুক্তরাষ্ট্রের ওহাইও প্রদেশের দুই কাউন্টির করা মামলা নিষ্পত্তিতে কোটি লাখ ডলার ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে জনসন অ্যান্ড জনসন (জেঅ্যান্ডজে) অপিওয়েড মহামারীতে কয়েকটি ওষুধ কোম্পানির বিরুদ্ধে সরকারের পদক্ষেপের আগেই তারা নিষ্পত্তিতে পৌঁছায়। খবর রয়টার্স।

ফেডারেল আদালতে বিচারের আগে সমঝোতায় পৌঁছানো চতুর্থ কোম্পানি হচ্ছে জেঅ্যান্ডজে। কেন্দ্র রাজ্য সরকার কর্তৃক দায়েরকৃত হাজার ৬০০-এরও বেশি ঝুলন্ত মামলায় একে অগ্রগামী ধরা হয়।

এক বিবৃতিতে জেঅ্যান্ডজে জানায়, নিষ্পত্তির ফলে কোম্পানি এখন সংস্থান চাহিদা বিচার নিয়ে সৃষ্ট অনিশ্চয়তা এড়াতে পারবে এবং এর মাধ্যমে দেশে সৃষ্ট অপিওয়েড সংকট এড়াতে অর্থপূর্ণ অগ্রগতিতে সহায়তা করবে।

বিবৃতিতে আরো বলা হয়, কোম্পানি এটি স্বীকার করেছে যে অপিওয়েড সংকট একটি জটিল জনস্বাস্থ্য সংকট এবং যেসব সম্প্রদায় মানুষের সহায়তা প্রয়োজন, তাদের সহায়তায় একসঙ্গে কাজ করে যাচ্ছি আমরা।

১৯৯৯ থেকে ২০১৭ সালের মধ্যে অপিওয়েড মহামারীতে যুক্তরাষ্ট্রে চার লাখেরও বেশি প্রাণহানি হয়েছে বলে জানায় ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন।

মামলা নিষ্পত্তির আওতায় জেঅ্যান্ডজেকে কোনো দায় স্বীকার করতে হয়নি, যারা তুরাজেসিক নিউসিন্টার মতো ব্যথানাশক বাজারজাত করেছিল।

কোম্পানিটি সিউইয়াহোগা সামিট কাউন্টিকে কোটি ডলার ক্ষতিপূরণ দেবে। এছাড়া তাদের আইনি লড়াই অন্যান্য ব্যয়ভার বহনে ৫০ লাখ ডলার প্রদান করবে। এছাড়া ওই কাউন্টিগুলোতে অপিওয়েড সংকট নিরসনে কাজ করে যাওয়া অলাভজনক সংস্থাগুলোতে ৫৪ লাখ ডলার প্রদান করবে।

গত সোমবার ওষুধ নির্মাতা কোম্পানি ম্যালিনক্রদও কোটি ৪০ লাখ ডলারে দুই কাউন্টির সঙ্গে মামলা নিষ্পত্তিতে গিয়েছে। এছাড়া বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার আগে গত আগস্টে সমঝোতায় গিয়েছে এনডো ইন্টারন্যাশনাল অ্যালার্জান।

আগামী ২১ অক্টোবর আদালতে যেসব বিবাদীপক্ষ উপস্থিত থাকবে, তারা হচ্ছে ম্যাক্সকেসন গ্রুপ, অ্যামেরিসোর্সবার্গেন, কার্ডিনাল হেলথ, তেভা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ, ওয়ালগ্রিনস বুটস অ্যালায়েন্স হেনরি শেইন।

মামলায় কোণঠাসা হয়ে গত সেপ্টেম্বরে দেউলিয়াত্ব সুরক্ষার আবেদন করেছে অক্সিকনটিন প্রস্তুতকারক পারডিউ ফার্মা।

অপিওয়েড সংকটকে বাদীপক্ষের কিছু আইনজীবী তামাকজাত কোম্পানিগুলোর বিরুদ্ধে করা ১৯৯৮ সালের মামলার তুলনা করেছেন। সেবার মামলা নিষ্পত্তিতে ২৪ হাজার ৬০০ কোটি ডলার গুনতে হয়েছিল তামাকজাত কোম্পানিগুলোকে।

চলতি বছরের শুরুতে ওকলাহোমার বিচারকরা জেঅ্যান্ডজের বিরুদ্ধে ৫৭ কোটি ২১ লাখ ডলার জরিমানা করেছে। আসক্তি সৃষ্টিকারী ব্যথানাশকের প্রতারণামূলক বাজারজাতের মাধ্যমে অপিওয়েড সংকটে ভূমিকা রাখায় রাজ্য সরকারকে জেঅ্যান্ডজে ওই ক্ষতিপূরণ দেয়।

ওকলাহোমার অ্যাটর্নি জেনারেল কর্তৃক দায়েরকৃত মামলা নিষ্পত্তিতে পারডিউ ফার্মা তেভা যথাক্রমে ২৭ কোটি ডলার কোটি ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ প্রদান করে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন