জিএমের নতুন প্রস্তাব প্রত্যাখ্যান ইউএডব্লিউর

দুই সপ্তাহব্যাপী ধর্মঘটের সমাপ্তি টানার লক্ষ্যে জেনারেল মোটরস কোম্পানির (জিএম) দেয়া নতুন একটি প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ইউনাইটেড অটো ওয়ার্কার্স (ইউএডব্লিউ) ইউনিয়ন। মজুরি, স্বাস্থ্যসেবা অস্থায়ী শ্রমিকসহ বেশকিছু ক্ষেত্রে সম্পূর্ণ দাবি না পূরণ হওয়ায় প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইউএডব্লিউ। খবর রয়টার্স।

শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে জিএমের জন্য একটি পাল্টা প্রস্তাব তৈরি করার কথা জানিয়েছে ইউএডব্লিউ। একই সঙ্গে বহু গুরুত্বপূর্ণ ইস্যু সমাধান করা বাকি রয়েছে বলে সতর্ক করেছে ইউনিয়নটি।

জিএম জানিয়েছে, মার্কিন শ্রমিকদের ধর্মঘটের ফলে মেক্সিকোর সিলাওতে কোম্পানির পিকআপ ট্রান্সমিশন কারখানার উৎপাদন স্থগিত হয়ে পড়েছে। ফলে ছয় হাজার শ্রমিককে সাময়িকভাবে ছাঁটাই করা হয়েছে।

উল্লেখ্য, উচ্চ মজুরি, কর্মসংস্থানের নিরাপত্তা, যুক্তরাষ্ট্রের অন্যতম গাড়ি নির্মাতা কোম্পানিটির মুনাফার বড় অংশ স্বাস্থ্যসেবা সুবিধার নিশ্চয়তার দাবিতে ১৬ সেপ্টেম্বর ইউএডব্লিউর প্রায় ৪৫ হাজার শ্রমিক ধর্মঘট পালন করেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন