সংলাপে অস্ট্রেলিয়ার হাইকমিশনার : রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকব

কূটনৈতিক প্রতিবেদক

ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিবলেট বলেছেন, বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়া দ্বিপক্ষীয়, আঞ্চলিক আন্তর্জাতিকভাবে দৃঢ়ভাবে কাজ চালিয়ে যাবে। কেননা ভবিষ্যতে দুই দেশের মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক আরো জোরদারের বিশাল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ সম্পর্ককে সংক্ষেপে তিনটি শব্দ দিয়ে ব্যাখ্যা করেন তিনি। শব্দগুলো হলো প্রবৃদ্ধির সম্ভাবনা, বাস্তবসম্মত জনবান্ধব উদ্যোগ।

গতকাল রাজধানীর সিক্স সিজন হোটেলে কসমস গ্রুপের জনহিতকর সংস্থা কসমস ফাউন্ডেশন আয়োজিত বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্ক: ভবিষ্যতের জন্য পূর্বাভাস শীর্ষক সংলাপে জুলিয়া নিবলেট এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান স্টাডিজের প্রিন্সিপাল রিসার্চ ফেলো . ইফতেখার আহমেদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন কসমস ফাউন্ডেশনের চেয়ারম্যান এনায়েতুল্লাহ খান। সংলাপে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, কানাডার হাইকমিশনার বেনোইট প্রিফোনতাইনে, ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি অলিভিয়েরা জুনিয়র, সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী মো. তৌহিদ হোসেন, ব্যবসায়ী নেতা সালাউদ্দিন কাশেম খান প্রমুখ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন