কর্ণফুলী দূষণ : সুগার রিফাইনারিকে পরিবেশ অধিদপ্তরের নোটিস

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম ব্যুরো

কর্ণফুলী দূষণের অভিযোগে একটি সুগার রিফাইনারি প্রতিষ্ঠানকে শুনানিতে হাজির হওয়ার নোটিস দিয়েছে পরিবেশ অধিদপ্তর। ৩০ অক্টোবর শুনানির সময় নির্ধারণ করা হয়েছে।

চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে, গত ১১ সেপ্টেম্বর চট্টগ্রামের সুগার রিফাইনারি কারখানাটি পরিদর্শনে যান পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী। সময় কারখানাসংলগ্ন কর্ণফুলী নদী থেকে পানির নমুনা সংগ্রহ করে অধিদপ্তরের ল্যাবে পরীক্ষা করে পরিচালকের কাছে একটি প্রতিবেদন দাখিল করা হয়। এর পরিপ্রেক্ষিতে ৩০ অক্টোবর প্রতিষ্ঠানটিকে শুনানিতে উপস্থিত থাকতে বলা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন