এমআইএসটিতে জ্বালানি খাতের টেকসই উন্নয়নবিষয়ক সেমিনার

রাজধানীর মিরপুর সেনানিবাসের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে গতকাল সাস্টেইনেবল এনার্জি সেক্টরস ডেভেলপমেন্ট; চ্যালেঞ্জেস অ্যান্ড সিকিউরিটি অব বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা . তৌফিক--ইলাহী চৌধুরী।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক . বদরুল ইমাম, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের মহাপরিচালক প্রকৌশলী কামরুজ্জমান ইউনিটেক্স এলপি গ্যাস লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক প্রকৌশলী আবদুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল ওয়াহিদ-উজ-জামান। সেমিনারে শিক্ষক, গবেষক, উচ্চপদস্থ সরকারি বেসরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন। আইএসপিআর

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন