তুলা উন্নয়ন বোর্ড : অর্ধেক জনবল নিয়ে চলছে রংপুর আঞ্চলিক কার্যালয়

বণিক বার্তা প্রতিনিধি রংপুর

 কর্মকর্তা কর্মচারী মিলিয়ে পদ আছে ১৪টি এর মধ্যে সাতটিই শূন্য তিনটি বিশেষজ্ঞ পদের বিপরীতে একজন কর্মরত থাকলেও তিনি প্রেষণে আছেন দেড় বছর ধরে দশা তুলা উন্নয়ন বোর্ডের রংপুর আঞ্চলিক কার্যালয়ের সংশ্লিষ্টরা বলছেন, অর্ধেক জনবল নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে দপ্তরটি এতে ব্যাহত হচ্ছে তুলার জাত উন্নয়নসহ সার্বিক কার্যক্রম

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জনবল কাঠামো অনুযায়ী তুলা উন্নয়ন বোর্ডের রংপুর আঞ্চলিক কার্যালয়ে প্রধান কর্মকর্তা উপপরিচালকসহ কর্মকর্তা কর্মচারীর মঞ্জুরীকৃত পদ আছে ১৪টি বাকি পদগুলো হলো বীজ উৎপাদন বিশেষজ্ঞ একজন, কীটপতঙ্গ বিশেষজ্ঞ একজন, মৃত্তিকা উর্বরতা পানি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ একজন, বীজতলা সংগ্রহ জিনিং কর্মকর্তা একজন, উচ্চমান সহকারী একজন, অফিস সহকারী/কম্পিউটার অপারেটর একজন, স্টোর কাম ফিডম্যান একজন, জিপচালক একজন, অফিস সহায়ক তিনজন এবং নিরাপত্তা প্রহরী দুজন এর মধ্যে বীজ উৎপাদন বিশেষজ্ঞ, কীটপতঙ্গ বিশেষজ্ঞ, বীজতলা সংগ্রহ জিনিং কর্মকর্তা, উচ্চমান সহকারী, স্টোর কাম ফিডম্যান, জিপচালক এবং অফিস সহায়কের একটি পদ শূন্য আছে দীর্ঘদিন ধরে হিসাবে ১৪টি পদের বিপরীতে সাতটিই খালি এছাড়া মৃত্তিকা উর্বরতা পানি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ পদে কর্মরত ব্যক্তি অফিস থেকে বেতন-ভাতা উত্তোলন করলেও প্রায় দেড় বছর ধরে প্রেষণে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন হিসাবে ছয় কর্মকর্তা-কর্মচারী দিয়ে চলছে তুলা উন্নয়ন বোর্ডের রংপুর আঞ্চলিক কার্যালয়ের কার্যক্রম

সূত্র জানায়, কার্যালয়ের জনবল বিষয়ে গত আগস্টে তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালকের কাছে অবগতকরণপত্র পাঠানো হয় তবে এখন পর্যন্ত ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়া হয়নি বিশেষ করে বিশেষজ্ঞ জিপচালকের পদ শূন্য থাকায় বোর্ডের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এর মধ্যে জিপচালক সুলতান দুই বছর আগে অবসর নিলেও পদে নতুন কাউকে নিয়োগ দেয়া হয়নি এতে ফিল্ড মনিটরিংয়ের কাজ কার্যত বন্ধ আছে

বোর্ডের কর্মকর্তারা বলেন, প্রতিনিয়ত বিভিন্ন শস্যের আবাদ বাড়ছে তাই নতুন করে তুলা চাষের জমি বাড়ানো কঠিন কাজ ফলে কৃষকদের তুলা চাষে আগ্রহী করতে কম

জমিতে অধিক ফলন হয় এমন উচ্চফলনশীল জাতের নতুন নতুন তুলাবীজের উদ্ভাবন প্রয়োজন এছাড়া জমি তৈরি রোগবালাই দমনে চাই কার্যকর কর্মকৌশল নিয়ে গবেষণা জনবল কম থাকায় এসব কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে

বিষয়ে তুলা উন্নয়ন বোর্ড রংপুর আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন