কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

বণিক বার্তা প্রতিনিধি কক্সবাজার

 কক্সবাজারের টেকনাফ উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছেন সোমবার রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শিলখালী এলাকার সাপমারা পাহাড়ের পাদদেশে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে ঘটনাস্থল থেকে পাঁচ হাজার ইয়াবা বড়ি, দুটি দেশীয় অস্ত্র (এলজি) সাতটি তাজা কার্তুজ উদ্ধারের দাবি করেছে পুলিশ

নিহতরা হলেন আবদুল আমিন মো. হেলাল উদ্দিন আবদুল আমিন টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী গ্রামের অলি খানের ছেলে এবং হেলাল উদ্দিন টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, আবদুল আমিন হেলাল উদ্দিনের বিরুদ্ধে হত্যা, মাদক মারামারির অভিযোগে একাধিক মামলা রয়েছে তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন সোমবার রাত ৮টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শিলখালী এলাকা থেকে দুজনকে গ্রেফতার করা হয় পরে রাত সাড়ে ১২টার দিকে তাদের সঙ্গে নিয়ে অস্ত্র ইয়াবা উদ্ধারে যায় পুলিশ সাপমারা পাহাড়ের পাদদেশে গেলে আসামিদের ছিনিয়ে নেয়ার জন্য তাদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় এতে পুলিশের এসআই সজীব দে, সাইফ উদ্দীন কনস্টেবল সেকান্দার হোসেন আহত হন পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায় উভয়পক্ষের বন্দুকযুদ্ধের মাঝে পড়ে আবদুল আমিন হেলাল উদ্দিন গুলিবিদ্ধ হন পরে তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পরামর্শ দেন কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পর আবদুল আমিন হেলাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন