চ্যালেঞ্জের মুখে তিন ক্লাব

ক্রীড়া প্রতিবেদক

 ক্যাসিনো কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর থেকে নিয়মিত সংবাদের শিরোনামে ক্লাবপাড়ার দুই প্রভাবশালী মোহামেডান স্পোর্টিং ক্লাব আরামবাগ ক্রীড়া সংঘ অবস্থান মতিঝিলের ক্লাবপাড়ার বাইরে হলেও শিরোনামে আছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র গতকাল থেকে শুরু হওয়া খেলোয়াড় দলবদলে কৌতূহলের কেন্দ্রে আছে প্রিমিয়ার লিগের ক্লাব তিনটি

সর্বশেষ লিগের প্রথম পর্বে রেলিগেশন অঞ্চলে লড়াই করেছে মোহামেডান দ্বিতীয় পর্বে ঘুরে দাঁড়ানো ক্লাবটি ১৩ দলের লড়াইয়ে নবম স্থানে থেকে লিগ শেষ করে ২৪ ম্যাচে ৩৩ পয়েন্ট সংগ্রহ করা আরামবাগ পঞ্চম স্থানে ছিল ২৪ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে থেকে লিগ শেষ করেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্যাসিনো কাণ্ডের পর ক্লাব তিনটি দল গঠনের চ্যালেঞ্জ কীভাবে মোকাবেলা করে, সেটাই দেখার বিষয়

নিষ্প্রাণ ক্লাবপাড়ায় কর্মকর্তাদেরও আনাগোনা নেই জুয়ার অড্ডা বন্ধ হয়ে যাওয়ার পর অনেক দোকানপাটে তালা ঝুলছে মৃত্যুপুরীতে রূপ নেয়া মতিঝিলের ওই অংশে এখন যাদের বিচরণ, তাদের কৌতূহল ফুটবলারদের দলবদল নিয়ে

মাঠের খেলায় এখন আর মোহামেডানের দাপট নেই ক্যাসিনো কেলেঙ্কারির পর ক্লাবের বিশাল সমর্থকরা হতাশ পরবর্তী মৌসুমে মোহামেডান কি আদৌ টিকে থাকার মতো একটা দল গড়তে পারবে? লাল চাঁদ নামের পুরান ঢাকার এক সমর্থকের কৌতূহলী প্রশ্নটা এমনই ছিল ক্লাবের পরিচালক স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুর কথায় অবশ্য আশস্ত হতে পারেন পঞ্চাশোর্ধ্ব বয়সী সমর্থক স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক বণিক বার্তাকে বলেন, মোহামেডান প্রিমিয়ার ফুটবল লিগে মোহামেডানের মতোই দল গড়বে নিয়ে ক্লাব সমর্থকদের বিচলিত হওয়ার কিছু নেই সাবেক ফুটবলার যোগ করেন, মোহামেডান সমর্থকপুষ্ট ক্লাব অতীতেও বিভিন্ন সময় প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করেছে মোহামেডান আশা করছি, যাত্রাও তা করতে পারবে ক্লাবের ক্রীড়া কর্মকাণ্ড তার নিজস্ব গতিতেই এগোবে ক্যাসিনো কাণ্ডে গ্রেফতার হয়েছেন ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া তার তত্ত্বাবধানেই এতদিন পরিচালিত হয়েছে মোহামেডানের সব ধরনের কার্যক্রম লোকমান গ্রেফতার হওয়ার পর থেকেই প্রিমিয়ার লিগের দল গঠন নিয়ে কৌতূহলী সমর্থকরা

গতকাল শুরু হওয়া দলবদল কার্যক্রম শেষ হবে ২০ নভেম্বর প্রিমিয়ার লিগের ক্লাবগুলো স্থানীয় ফুটবলারদের পাশাপাশি পাঁচজন করে বিদেশী ফুটবলার দলভুক্ত করতে পারবে পাঁচ বিদেশীর একজন থাকবেন এশিয়ান কোটায় প্রতি ম্যাচে সর্বাধিক চারজন

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন