আজ সিরিজ পাকিস্তানের?

দেশের মাটিতে প্রথম সেঞ্চুরি পেলেন বাবর আজম তার অভিজাত সেঞ্চুরির পর উসমান শিনওয়ারির উইকেট করাচিতে শ্রীলংকার বিপক্ষে পাকিস্তানকে এনে দেয় ৬৭ রানের জয় আজ একই মাঠে তৃতীয় শেষ ম্যাচটি জিতলেই সিরিজ নিশ্চিত হবে পাকিস্তানের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়

১০৫ বলে ১১৫ রান করেন বাবর এটি তার ১১তম ওয়ানডে সেঞ্চুরি, শ্রীলংকার বিপক্ষে তৃতীয় সর্বশেষ ১১ ইনিংসে তিন সেঞ্চুরি, চার হাফ সেঞ্চুরি দুটি চল্লিশোর্ধ্ব ইনিংস খেলেন ২৪ বছর বয়সী বাবর তিনি যে কতটা দুরন্ত ফর্মে আছেন, তা বলাই বাহুল্য এবার তার শিকার লংকানরা এই ইনিংসটি সাজান বাউন্ডারি ছক্কায় সঙ্গে ফখর জামান ৬৫ বলে ৫৪, হারিস সোহেল ৪৮ বলে ৪০ ইফতিখার আহমেদ ২০ বলে ৩২ রান করে দলের সংগ্রহ ৩০০ পার হতে সাহায্য করেন

জবাব দিতে নেমে দ্বিতীয় সারির শ্রীলংকা দল ১১ ওভারের মধ্যে উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায়ই ছিটকে পড়ে সেখান থেকে ষষ্ঠ উইকেটে ১৭৭ রানের লড়াকু এক পার্টনারশিপ গড়ে লংকানদের আশা খানিকটা বাঁচিয়ে রাখেন শিহান জয়সুরিয়া (১০৯ বলে ৯৬) দাসুন শানকা (৮০ বলে ৬৮) যদিও তাদের লড়াই অতিথি দলকে জেতানোর জন্য যথেষ্ট ছিল না ৪৭তম ওভারে ২৩৮ রানে গুটিয়ে যায় লাহিরু থিরিমান্নের দল ৫১ রানে উইকেট নেন শিনওয়ারি ক্রিকইনফো

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন