পারিশ্রমিকে কারিই শীর্ষে

বাস্কেটবলের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগের মধ্যে সবচেয়ে ধনী যুক্তরাষ্ট্রের এনবিএ লিগ লিগ মানেই অর্থের ছড়াছড়ি এখানকার শীর্ষ তারকারা কোটি কোটি ডলার আয় করেন তাদের উপার্জনের ধারেকাছেও যেতে পারেন না অন্যান্য শীর্ষ খেলার শীর্ষ তারকারা যেমন ২০১৯-২০ মৌসুমে গোল্ডেন স্টেট ওয়ারিয়র্স কোটি ২৩ লাখ ডলার (প্রায় ৩৫৮ কোটি ২৫ লাখ টাকা) পারিশ্রমিক দেবে ওয়ার্ডেল স্টিফেন কারিকে এক মৌসুমে কোটি ডলারের বেশি পারিশ্রমিক অবশ্য আর কারো নেই যদিও কোটি থেকে কোটির কাছাকাছি পারিশ্রমিক রয়েছে ১৯ জনের!

ইএসপিএন বাস্কেটবল রেফারেন্সের সূত্র থেকে জানা যায়, ২০১৯-২০ মৌসুমে এনবিএর সঙ্গে চুক্তিবদ্ধ ৪৮৪ জন খেলোয়াড়ের মধ্যে ৩১ বছর বয়সী কারির বেতনই সর্বোচ্চ সবাই যে তার মতো কোটি কোটি ডলার পারিশ্রমিক পান, তা সত্য নয় বোস্টন সেল্টিকসের ডেমেট্রিয়াস জ্যাকসন যেমন চলতি মৌসুমে পাবেন মাত্র ৯২ হাজার ৮৫৭ ডলার (প্রায় ৭৮ লাখ ৬৪ হাজার টাকা)! তাই বলা যায়, ধনী লিগের মধ্যে গরিব খেলোয়াড়ও আছে যা- হোক, এনবিএ লিগে চলতি মৌসুমে শীর্ষ ৪০ খেলোয়াড়ের পারিশ্রমিক উল্লেখ করা হলো:

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন