চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বণিক বার্তা ডেস্ক

 কিশোরগঞ্জ, রাজবাড়ী, নওগাঁ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন গতকাল এসব দুর্ঘটনা ঘটে প্রতিনিধিদের পাঠানো খবর

কিশোরগঞ্জ: জেলার কটিয়াদী উপজেলার মধ্যপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় শাহেন শাহ (৩০) নামে এক আইনজীবী নিহত হয়েছেন গতকাল সকালে দুর্ঘটনা ঘটে

শাহেন শাহ উপজেলার বনগ্রাম ইউনিয়নের ঘিলাকান্দা গ্রামের মো. ফারুক মিয়ার ছেলে কিশোরগঞ্জ আদালতের আইনজীবী ছিলেন

কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নাসির উদ্দিন মজুমদার জানান, সকালে মোটরসাইকেলযোগে কিশোরগঞ্জ জেলা জজ আদালতে যাওয়ার পথে মধ্যপাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাস শাহেন শাহকে চাপা দেয় এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে

রাজবাড়ী: গতকাল বিকালে সদর উপজেলার চন্দনী হড়াই সড়কে মোটরসাইকেল চাপায় ওম্বার আলী শেখ নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন ওম্বার শেখ চন্দনী ইউনিয়নের হরিণ ধারা (আফরা) এলাকার মৃত আকেন আলী শেখের ছেলে

রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার জানান, গতকাল বিকালে চন্দনী বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে উপজেলার চন্দনী হড়াই সড়কে পৌঁছলে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয় গুরুতর আহত অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

নওগাঁ: নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মিলন চন্দ্র নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন গতকাল বেলা সাড়ে ১১টার দিকে শহরের বাইপাস সড়কের বোয়ালিয়া মোড়ে দুর্ঘটনা ঘটে মিলন চন্দ্র রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বেড়ামুকিম গ্রামের পরিমল চন্দ্রের ছেলে ঘটনায় ট্রাকের চালক নুর ইসলামকে (৩৯) আটক করেছে পুলিশ

নওগাঁ সদর মডেল থানার ওসি (তদন্ত) ফাইসাল হোসেন জানান, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে শহরের বাইপাস সড়কের বোয়ালিয়া মোড়ে ট্রাক চাপায় মিলন চন্দ্র নামে এক যুবক নিহত হন মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে

সাতক্ষীরা: সাতক্ষীরা-মুন্সীগঞ্জ সড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় মিজান চৌধুরী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সদরের বাঁকাল স্কুলের সামনে দুর্ঘটনাটি ঘটে মিজান চৌধুরী সদরের পলাশপোল এলাকার বাসিন্দা

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, মিজান চৌধুরী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শহরের দিকে মহেন্দ্রযোগে আসছিলেন সময় ঢাকাগামী

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন