সিকিউরিটিজ আইন লঙ্ঘন আদিল সিকিউরিটিজকে ১ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

সিকিউরিটিজ আইন লঙ্ঘন করায় আদিল সিকিউরিটিজ লিমিটেডকে লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গতকাল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাটির ৬৯৮তম কমিশন সভায় সিদ্ধান্ত নেয়া হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিদর্শন প্রতিবেদনে আদিল সিকিউরিটিজ কর্তৃক সিকিউরিটিজ আইন লঙ্ঘনের বিষয়টি উঠে আসে। প্রতিবেদন অনুযায়ী, আদিল সিকিউরিটিজ তাদের অনুমোদিত প্রতিনিধির নামে কাস্টমার বিও অ্যাকাউন্ট পরিচালনা করেছে, যার মাধ্যমে তারা ঢাকা স্টক এক্সচেঞ্জ (ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট) রেগুলেশনস, ২০১৩-এর ১৪()() এবং সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক ব্রোকার অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০-এর বিধি ()()-এর ডিড অব এগ্রিমেন্টের পাঁচ নম্বর ক্লজ ভঙ্গ করেছে।

এছাড়া আদিল সিকিউরিটিজ তাদের একজন গ্রাহকের নামে একটি একক হিসাবের চেয়ে বেশি হিসাব পরিচালনা করেছে, যার মাধ্যমে তারা ডিপোজিটরি (ব্যবহারিক) প্রবিধানমালা, ২০০৩-এর প্রবিধান ২৬() ভঙ্গ করেছে। পাশাপাশি কোম্পানিটি তাদের পরিচালক কর্মচারীদের মার্জিন ঋণ সুবিধা প্রদানের মাধ্যমে কমিশন কর্তৃক ২০১০ সালের ২৩ মার্চ জারীকৃত একটি নির্দেশনা ভঙ্গ করেছে। শুধু তাই নয়, মার্জিন ঋণ চুক্তিপত্র না থাকা সত্ত্বেও কোম্পানিটি তাদের গ্রাহকদের ক্যাশ অ্যাকাউন্টে ঋণ সুবিধা প্রদানের মাধ্যমে মার্জিন রুলস, ১৯৯৯-এর দুটি নিয়ম ভঙ্গ করেছে। সর্বশেষ আদিল সিকিউরিটিজ তাদের গ্রাহকদের সিকিউরিটিজ-সংক্রান্ত রেকর্ড সঠিকভাবে পরিচালনা না করার মাধ্যমে ডিপোজিটরি (ব্যবহারিক) প্রবিধানমালা, ২০০৩-এর প্রবিধান ৩৪() () ভঙ্গ করেছে।

উল্লিখিত সিকিউরিটিজ আইন লঙ্ঘনের জন্য কমিশনের গতকালের সভায় আদিল সিকিউরিটিজকে লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন