যুক্তরাষ্ট্রে অ্যালুমিনিয়াম রফতানি বাড়িয়েছে বাহরাইন

বণিক বার্তা ডেস্ক

বাহরাইন থেকে যুক্তরাষ্ট্রে অ্যালুমিনিয়ামের রফতানি বেড়েছে। দেশটি বছরের প্রথমার্ধে যুক্তরাষ্ট্রে (জানুয়ারি-জুন) আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি অ্যলুমিনিয়াম রফতানি করেছে। ইউএস জিওলজিক্যাল সার্ভে পরিচালিত মিনারেল ইন্ডাস্ট্রি সার্ভের একটি সাম্প্রতিক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। খবর স্টিলগুরু।

বছরের প্রথমার্ধে বাহরাইন থেকে যুক্তরাষ্ট্রে অ্যালুমিনিয়ামের সম্মিলিত রফতানি দাঁড়িয়েছে লাখ হাজার টন, যা আগের বছরের একই সময়ের তুলনায় দশমিক ৭৭ শতাংশ বেশি। ২০১৮ সালের প্রথমার্ধে যুক্তরাষ্ট্রে মোট ৯৯ হাজার ৩০০ টন অ্যালুমিনিয়াম রফতানি করেছিলেন দেশটির রফতানিকারকরা। সে হিসাবে এক বছরের ব্যবধানে ধাতুটির রফতানি বেড়েছে হাজার ৭০০ টন।

এর মধ্যে জুনে রফতানি হয়েছে মোট ১৬ হাজার ২০০ টন অ্যালুমিনিয়াম, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৮ দশমিক ৫৭ শতাংশ বেশি। ২০১৮ সালের জুনে বাহরাইন থেকে যুক্তরাষ্ট্রে রফতানি হয়েছিল ১২ হাজার ৬০০ টন অ্যালুমিনিয়াম। তবে জুলাইয়ে মে মাসের তুলনায় ধাতুটির রফতানি কমেছে ২৬ দশমিক শতাংশ। মে মাসে রফতানির পরিমাণ ছিল ২২ হাজার ১০০ টন।

বাহরাইন বছরের প্রথমার্ধে যুক্তরাষ্ট্রে রফতানীকৃত মোট অ্যালুমিনিয়ামের মধ্যে ক্রুড মেটাল অ্যালোয় রফতানি করেছে সাড়ে ৭৪ হাজার টন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৮৬ শতাংশ বেশি। আগের বছরের সময়ে রফতানি হয়েছিল ৬৭ হাজার টন। এর মধ্যে জুনে রফতানি হয়েছে মোট ১১ হাজার টন, যা আগের বছরের জুনের তুলনায় ২১ দশমিক ১৫ শতাংশ বা ১৯ হাজার ২০ টন বেশি। তবে মে মাসের তুলনায় ১৪ দশমিক ৭৩ শতাংশ কম। মে মাসে রফতানি হয়েছিল মোট ১২ হাজার ৯০০ টন।

সময় সেমিফিনিশড অ্যালুমিনিয়াম প্রডাক্ট (প্লেটন, শিট, বার প্রভৃতি) রফতানি হয়েছে ৩৪ হাজার ৮০০ টন, যা আগের বছরের একই সময়ের তুলনায় দশমিক ৪১ শতাংশ বেশি। ওই সময়ে রফতানি হয়েছিল ৩২ হাজার ১০০ টন। এর মধ্যে জুনে রফতানি হয়েছে হাজার ১৭০ টন, যা আগের বছরের জুনের তুলনায় ৪৭ দশমিক ৭১ শতাংশ বেশি, তবে মে মাসের তুলনায় ৪৩ দশমিক ৪৪ শতাংশ কম। মে মাসে রফতানি হয়েছিল মোট হাজার ১৪০ টন অ্যালুমিনিয়াম।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন