কানাডায় গম ও ক্যানোলা উৎপাদন বাড়বে

বণিক বার্তা ডেস্ক

কানাডা থেকে ২০১৯-২০ মৌসুমে গম ক্যানোলা রফতানি কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন খাতসংশ্লিষ্টরা। তবে সময়ে পণ্য দুটির উৎপাদন বৃদ্ধির পূর্বাভাস করা হয়েছে। এগ্রিকালচার অ্যান্ড এগ্রি-ফুড কানাডাসের (এএএফসি) প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। খবর ওয়ার্ল্ড গ্রেইন।

এএএফসির প্রতিবেদনে বলা হয়, কানাডায় মৌসুমে সব মিলিয়ে কোটি ৭৫ লাখ টন গম উৎপাদন হতে পারে, যা প্রতিষ্ঠানটির আগের প্রাক্কলনের তুলনায় শতাংশ বেশি। এর মধ্যে রফতানি হতে পারে কোটি ৯২ লাখ টন, যা আগের প্রাক্কলনের তুলনায় শতাংশ কম। 

ক্যানোলা উৎপাদনের প্রাক্কলন করা হয়েছে কোটি ৯৪ লাখ টন, যা আগের বছরের তুলনায় শতাংশ কমলেও গত পাঁচ বছরের গড় উৎপাদনের তুলনায় কিছুটা বেশি। সময়ে পণ্যটির রফতানি দাঁড়াতে পারে ৯২ লাখ টন, যা গত পাঁচ বছরের গড় রফতানির চেয়ে লাখ টন কম।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন