আফগান প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে থাকার দাবি আবদুল্লাহর

বণিক বার্তা ডেস্ক

 গত শনিবার অনুষ্ঠিত আফগান প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল সরকারিভাবে এখনো ঘোষণা করা হয়নি তবে দেশটির বর্তমান সরকারের প্রধান নির্বাহী প্রেসিডেন্ট প্রার্থী আবদুল্লাহ আবদুল্লাহ অন্যান্য প্রার্থীর চেয়ে এগিয়ে রয়েছেন বলে দাবি করেছেন শনিবার অনুষ্ঠিত নির্বাচনে অন্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় নিজে বেশি ভোট পেয়েছেন বলে জানান তিনি খবর সিনহুয়া 

সাংবাদিকদের আবদুল্লাহ বলেন, শনিবারের প্রেসিডেন্ট নির্বাচনে যে পরিমাণ ভোট পড়েছে, তাতে অন্যান্য প্রার্থীর তুলনায় আমরা অনেক বেশি ভোটে এগিয়ে রয়েছি নির্বাচনে আমরাই সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছি তবে প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফল দেশটির স্বাধীন নির্বাচন কমিশনই (আইইসি) ঘোষণা করবে বলে জানান তিনি

এদিকে তালেবানদের হুমকি-ধমকি সত্ত্বেও সুষ্ঠুভাবে ভোগগ্রহণ সম্পন্ন করার জন্য ভোটার, সংশ্লিষ্ট ইনস্টিটিউশন, নিরাপত্তা বাহিনীকে আন্তরিক অভিনন্দন জানান আবদুল্লাহ

গত শনিবারের প্রেসিডেন্ট নির্বাচনে মোট হাজার ৭৩৬টি ভোটকেন্দ্রে প্রায় ২২ লাখ ভোটার ভোট দিয়েছে বলে জানিয়েছে দেশটির আইইসি

এদিকে দেশটিতে তালিকাভুক্ত ভোটারের সংখ্যা ৯৪ লাখের বেশি বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন অন্যদিকে হাজার হাজার ভোটার তালিকায় নিজেদের নাম খুঁজে পেতে ব্যর্থ হওয়ায় ভোট দিতে পারেনি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন