সড়ক দুর্ঘটনায় স্বয়ংক্রিয়ভাবে ইমার্জেন্সি কল করবে পিক্সেল ফোন

বণিক বার্তা ডেস্ক

গাড়ি দুর্ঘটনা শনাক্তের অ্যাপ চালু করছে গুগল। তবে আপাতত যুক্তরাষ্ট্রে পিক্সেল ফোন ব্যবহারকারীরাই শুধু সুবিধা পাবেন বলে ধারণা করা হচ্ছে। অ্যাপটি দুর্ঘটনাকবলিত গাড়ির আরোহীর পিক্সেল ফোন থেকে স্বয়ংক্রিয়ভাবে ইমার্জেন্সি কল পাঠাতে পারে। খবর এঙ্গেগেজেট।

অ্যান্ড্রয়েড ডেভেলপারদের কমিউনিটি ওয়েবসাইট এক্সডিএ ডেভেলপারস জানিয়েছে, তারা গুগল প্লে-স্টোরে পার্সোনাল সেফটি নামে একটি অ্যাপ শনাক্ত করেছে। এর ফিচারগুলোর সঙ্গে উবারের রাইড চেকের মিল রয়েছে। অ্যাপটির বর্ণনায় বলা আছে, পিক্সেল ফোনের জন্য একটি অ্যাপ, যেটি ব্যবহারকারীকে নিরাপদ রাখবে এবং প্রয়োজনের সময় জরুরি যোগাযোগের ব্যবস্থা করবে। তবে অ্যাপটির ব্যাপারে গুগল এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

এক্সডিএ ডেপেলপারস বলছে, পার্সোনাল সেফটি অ্যাপটি ব্যবহারকারীর অবস্থান বিবেচনায় তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন কিনা তা শনাক্ত করবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন