ট্রাম্পের সহায়তা চাওয়ার অনুরোধ সম্পর্কে নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া

বণিক বার্তা ডেস্ক

 মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি তদন্তে সহায়তার অনুরোধ করেছিলেন বলে নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসন ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে রবার্ট মুলারের পরিচালিত তদন্ত সম্পর্কে তথ্য সংগ্রহে সহায়তার অনুরোধ করেছিলেন ট্রাম্প খবর এএফপি

কিছুদিন আগে এক প্রতিবেদনে নাম প্রকাশ না করে দুজন মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমস জানায়, সাম্প্রতিক সময়ে ট্রাম্প মরিসনের মধ্যে একটি ফোনালাপে তদন্তে সহযোগিতার জন্য অনুরোধ জানানো হয়েছিল

গতকাল অস্ট্রেলিয়া সরকারের এক মুখপাত্র অনুরোধের বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্তাধীন বিষয়গুলোর ওপর আলোকপাতে সহায়তার জন্য অস্ট্রেলিয়া সর্বদাই সহযোগিতা সহায়তা করতে প্রস্তুত তিনি আরো বলেন, ট্রাম্পের সঙ্গে ফোনালাপে প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার সহযোগিতার প্রস্তুতির বিষয়টি আবারো নিশ্চিত করেন

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, হোয়াইট হাউজ ফোনালাপের অনুলিপি পাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের সাম্প্রতিক ফোনালাপ নিয়েও একই রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন