নুসরাত হত্যা মামলার রায় ২৪ অক্টোবর

বণিক বার্তা প্রতিনিধি ফেনী

ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার রায় ঘোষণা করা হবে ২৪ অক্টোবর। গতকাল বিকালে ফেনীর নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন।

ফেনী জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হাফেজ আহমেদ জানান, রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করলে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আক্রামুজ্জামান অ্যাডভোকেট শাহজাহান সাজু আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক খণ্ডন করে আদালতে তথ্য-উপাত্ত দাখিল করেন। আদালতে তারা আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

তিনি আরো বলেন, গত ৩০ মে ফেনীর আমলি আদালতের বিচারক জাকির হোসাইন নুসরাত হত্যা মামলাটি নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানোর পর ৪৭ কর্মদিবস পর্যন্ত মামলার সাক্ষ্যগ্রহণ জেরা অনুষ্ঠিত হয়। ৬৪ কর্মদিবসের দিন আলোচিত হত্যা মামালার রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত। নুসরাত হত্যা মামলার ৯২ আসামির মধ্যে ৮৭ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। বাকি চারজন পক্ষে নথিপত্র আদালতে পেশ করা হলে আদালত তা সাক্ষী হিসেবে গ্রহণ করেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন