কুমিল্লায় বিদ্যুতের খুঁটি নিয়ে তুলকালাম

বণিক বার্তা প্রতিনিধি কুমিল্লা

 এক কার্যালয়ের আওতাধীন বিদ্যুতের খুঁটি স্থাপন করা হয় আরেক কার্যালয়ের আওতাধীন এলাকায় বিষয়টি জানাজানি হওয়ায় পরদিন রাতেই খুঁটি সরিয়ে ফেলা হয় সম্প্রতি এমন ঘটনাই ঘটেছে কুমিল্লা সদর উপজেলার দৌলতপুরে নিয়ে শোরগোলের পর কমিটি গঠন করে ঘটনার তদন্ত শুরু করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) কুমিল্লা

স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা বিউবোর বিক্রয় বিতরণ বিভাগ (বিবিবি)--এর অধিভুক্ত জেলার আদর্শ সদর উপজেলার কলেজ (ভিক্টোরিয়া কলেজ ডিগ্রি শাখা) ফিডারের ছায়াবিতান এলাকায় চলমান ঠিকাদারি কাজের জন্য সম্প্রতি নয় মিটারের দুটি খুঁটি রাখা হয় গত ২৩ সেপ্টেম্বর রাতে ওই দুটি খুঁটিসহ মোট তিনটি খুঁটি বিউবো বিবিবি- কর্তৃপক্ষের অগোচরে বিবিবি--এর অধিভুক্ত দৌলতপুর এলাকায় স্থাপন করা হয় বিষয়টি জানতে পেরে পরদিন বিবিবি--এর কর্মকর্তারা খুঁটিগুলো ফেরত দিতে চিঠি দেন এরপর রাতেই ওইসব খুঁটি সরিয়ে ফেলা হয়

বিষয়ে কুমিল্লা বিবিবি--এর নির্বাহী প্রকৌশলী মো. সানাউল্লাহ জানান, গত ২৩ সেপ্টেম্বর কলেজ ফিডারের ছায়াবিতান এলাকায় চলমান ঠিকাদারি কাজের জন্য রাখা নয় মিটারের দুটি খুঁটি সেখান থেকে কে বা কারা নিয়ে বিবিবি--এর অধীন দৌলতপুর এলাকায় স্থাপন করে ওই দুটি খুঁটি ফেরত দেয়ার জন্য বিবিবি--এর নির্বাহী প্রকৌশলীকে গত ২৪ সেপ্টেম্বর চিঠি দেয়া হয়েছে এবং বিষয়টি বিউবো কুমিল্লার প্রধান প্রকৌশলীকে অবহিত করা হয়েছে

বিবিবি--এর নির্বাহী প্রকৌশলী মো. ফিরোজ আহমেদ জানান, ছায়াবিতান এলাকাটি বিবিবি- কার্যালয়ের অধিভুক্ত তাই এর দায়দায়িত্ব ওই কার্যালয়ের কর্মকর্তাদের ওই কার্যালয়ের একজন কর্মচারী ঘটনায় জড়িত বলে জেনেছি

এদিকে ঘটনায় গত ২৫ সেপ্টেম্বর বিবিবি--এর উপবিভাগীয় প্রকৌশলী এজহারুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয় কমিটির অন্য দুই সদস্য হলেন বিবিবি--এর সহকারী প্রকৌশলী সুবাস চন্দ্র দেবনাথ বিবিবি--এর সহকারী প্রকৌশলী মো. শাহজাহান

তদন্ত কমিটির প্রধান প্রকৌশলী এজহারুল ইসলাম বলেন, আমরা গত রোববার ঘটনাস্থল পরিদর্শন করেছি তবে সেখানে কোনো খুঁটি দেখা যায়নি এখনো ঘটনার তদন্ত চলছে, তাই বিষয়ে কিছু বলা যাচ্ছে না

বিউবো কুমিল্লার প্রধান প্রকৌশলী মো. সর্দার আজম জানান, ঘটনার সঙ্গে যে কেউ জড়িত থাকুক না কেন, তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন