বালোতেল্লির গোল বিফলে

ইতালি সিরি- লিগে হাজার ৪৬৮ দিন পর গোল পেলেন মারিও বালোতেল্লি হোমটাউনের ক্লাব ব্রেসিয়ার হয়ে রোববার নিজের দ্বিতীয় ম্যাচে গোল পান বিতর্কিত স্ট্রাইকার যদিও এদিন জেতেনি বালোতেল্লির দল ন্যাপোলি ঘরের মাঠে - গোলে হারায় ব্রেসিয়াকে

স্তাদিও সান পাওলোয় ড্রিয়েস মের্টেনস মাত্র ১৩ মিনিটে দলকে এগিয়ে দেন এটা চলতি মৌসুমে তার চতুর্থ গোল প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন কস্তাস মানোলাস বিরতির পর বিপুল বিক্রমে ন্যাপোলির ওপর ঝাঁপিয়ে পড়ে ব্রেসিয়া সময় তাদের একটি গোল বাতিল করে দেয় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ৬৭ মিনিটে হেডে গোল করে ম্যাচ জমিয়ে দেন বালোতেল্লি যদিও শেষ পর্যন্ত স্নায়ু ধরে রেখে জয় নিয়েই মাঠ ছাড়ে কার্লো অ্যানচেলত্তির ন্যাপোলি

এর আগে বালোতেল্লি ইতালিতে সর্বশেষ গোল করেন ২০১৫ সালের ২২ সেপ্টেম্বর এসি মিলানের জার্সিতে এরপর দুই মৌসুম কাটান ফ্রান্সের নিস মার্সেইতে সম্প্রতি তিন বছরের চুক্তিতে ফিরেছেন ব্রেসিয়ায়

পরশু এসি মিলানকে তাদেরই মাঠে - গোলে হারিয়েছে ফিওরেন্টিনা এটা মিলানের টানা তৃতীয় সব মিলিয়ে ছয় ম্যাচের মধ্যে চতুর্থ হার রোমা - গোলের জয় তুলে নেয় লেচ্চের বিপক্ষে রাউন্ড শেষে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ইন্টার মিলান, ১৬ পয়েন্ট নিয়ে তাদের পরই জুভেন্টাস এসি মিলান রয়েছে ১৬তম স্থানে

ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডকে - গোলে বিধ্বস্ত করেছে লেস্টার সিটি জেমি ভার্ডি করেন জোড়া গোল এএফপি, বিবিসি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন