ছোট ম্যাচে রিয়ালের বড় পরীক্ষা

প্রতিপক্ষ বিবেচনা করলে খুব বড় কোনো প্রতিপক্ষ নয় কিন্তু তার পরও রিয়াল মাদ্রিদের জন্য স্বস্তিতে থাকা বেশ কঠিন চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের সবচেয়ে সফল দলটি এবারের প্রতিযোগিতা শুরু করেছে হার দিয়ে যেখানে প্রথম ম্যাচে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) কাছে রিয়াল বিধ্বস্ত হয়েছে - গোলের বড় ব্যবধানে প্যারিসের সেই হার ভুলে অবশ্য লা লিগায় ঘুরে দাঁড়িয়েছে লস ব্লাঙ্কোসরা যেখানে সর্বশেষ ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদের মাঠে ড্র করেছে তারা জয় না পেলেও রিয়ালের পারফরম্যান্স ছিল বেশ ইতিবাচক তবে ইউরোপ শ্রেষ্ঠত্ব অর্জনের মঞ্চে রিয়ালের সামনে আজ প্রতিপক্ষ ক্লাব ব্রুগে চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে রিয়াল বরাবরই বড় শক্তি খেলাও আবার রিয়াল মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে তাই গ্রুপ তে বেশ কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে বেলজিয়ামের ক্লাবটি

নিজেদের মাঠে রিয়ালের পরীক্ষাটা মূলত নিজেদের বিপক্ষে শুরুর ধাক্কা সামলে নেয়ার ইঙ্গিত এরই মধ্যে দিয়েছে জিনেদিন জিদানের দল নিজের প্রিয় মঞ্চে এখন অবস্থানটা সুদৃঢ় করার অপেক্ষা ম্যাচে ফের কোনো অঘটনের ঘটনা ঘটলে রিয়ালের জিদানের জন্য পরিস্থিতি বেশ কঠিন হয়ে যাবে তাই বেশ সতর্ক অবস্থায় থেকেই রিয়ালকে আজ মাঠে নামতে হবে অবশ্য রিয়ালকে প্রেরণা জোগাচ্ছে শেষ কয়েকটি ম্যাচ যেখানে দুরন্ত নৈপুণ্য দেখিয়েছে রিয়াল ডিফেন্স টানা তিন ম্যাচে কোনো গোল হজম করেনি রিয়াল লা লিগায় সেভিয়া, ওসাসুনা অ্যাতলেটিকোর কেউই রিয়ালের জালে বল জড়াতে পারেনি আক্রমণভাগের পাশাপাশি এমন নিশ্ছিদ্র রক্ষণব্যূহও নতুন করে আশা দেখাচ্ছে রিয়ালকে রক্ষণ শক্তিশালী রাখার গুরুত্বের কথা জানিয়ে জিদান বলেন, ডিফেন্ড করা খুব গুরুত্বপূর্ণ এটা মৌলিক একটা বিষয়

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন