অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের

নিজস্ব প্রতিবেদক

সাম্প্রতিক সময়ে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার নেপথ্যে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের এক চিঠির জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, গত এক মাসের মধ্যে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স শেয়ারের দর বেড়েছে ৩৫ শতাংশের বেশি। ১১ সেপ্টেম্বর শেয়ারটির সমাপনী দর ছিল ১৮ টাকা ৪০ পয়সা। ২৬ সেপ্টেম্বর তা বেড়ে দাঁড়ায় ২৫ টাকা। ডিএসইতে গতকাল শেয়ারটি সর্বশেষ ২৪ টাকা ৯০ পয়সায় হাতবদল হয়েছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫২ পয়সা; যা আগের বছরের একই সময়ে ছিল ২০ পয়সা। ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৬৯ পয়সা।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৮ হিসাব বছরের জন্য ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে নন-লাইফ বীমা কোম্পানিটি। সমাপ্ত হিসাব বছরে এ কোম্পানির ইপিএস হয়েছে ৫৫ পয়সা। ৩১ ডিসেম্বর এনএভিপিএস দাঁড়ায় ১৩ টাকা ৬৯ পয়সা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন