৬ বছরের সর্বোচ্চে চীনের পাম অয়েল আমদানি

বণিক বার্তা ডেস্ক

আন্তর্জাতিক বাজার থেকে পাম অয়েল আমদানিতে সম্প্রতি চীন অধিক জোর দিয়েছে। এ ধারাবাহিকতায় আগস্টে পণ্যটির আমদানি বেড়ে ছয় বছরের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। খবর ব্লুমবার্গ।

আগস্টে চীন আন্তর্জাতিক বাজার থেকে মোট ৫ লাখ ৯০ হাজার টন পাম অয়েল আমদানি করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ এবং ২০১৭ সালের ডিসেম্বরের পর সর্বোচ্চ মাসভিত্তিক আমদানি।

চলতি বছরের প্রথম আট মাসে (জানুয়ারি-আগস্টে) দেশটি পাম অয়েল আমদানি করেছে মোট ৩৪ লাখ ২০ হাজার টন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৪২ শতাংশ বেশি।

চীন সম্প্রতি সয়াবিনের পরিবর্তে পাম অয়েল আমদানিতে ঝুঁকেছে। দেশটি মূলত পশুখাদ্য হিসেবে আন্তর্জাতিক বাজার থেকে সয়াবিন ক্রয় করত। কিন্তু আফ্রিকান সোয়াইন ফ্লুর প্রভাবে দেশটির অধিকাংশ শূকর মারা গেছে। এতে পণ্যটির আমদানি সীমিত করে এনেছে চীন। এছাড়া মার্কিন-চীন বাণিজ্যযুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্র থেকে ক্রয় কমে যাওয়ায় সামগ্রিকভাবে পণ্যটির আমদানি কমে গেছে।

চায়না ন্যাশনাল গ্রেইন অ্যান্ড অয়েল ইনফরমেশন সেন্টারের (সিএনজিওআইসি) তথ্য অনুযায়ী, চলতি ও আগামী মাসজুড়ে দেশটির পাম অয়েল আমদানিতে চাঙ্গা ভাব অব্যাহত থাকবে। এ সময় প্রতি মাসে গড়ে ছয় লাখ টনের বেশি পাম অয়েল আমদানি করতে পারে চীন।

সিএনজিওআইসি জানিয়েছে, আগামী বিপণন বর্ষে (অক্টোবর-সেপ্টেম্বর) পাম অয়েল আমদানিতে চীন রেকর্ড করতে পারে। এ সময় দেশটির আমদানি ৭০ লাখ টন ছাড়িয়ে যেতে পারে। চলতি বিপণন বর্ষ শেষে আমদানি দাঁড়াতে পারে ৬৫ লাখ টন।

সয়াবিনের উৎপাদন কমে আসায় চলতি বছর সম্মিলিত ভোজ্যতেল আমদানি বাড়িয়ে এক কোটি টনে নিয়ে যেতে পারে চীন। আগের বছর আমদানি হয়েছিল মোট ৭৫ লাখ টন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন