এবার জমে উঠেছে সাতক্ষীরার গুড়পুকুরের মেলা

বণিক বার্তা প্রতিনিধি সাতক্ষীরা

 ২০০২ সালে বোমা হামলার পর জৌলুস হারিয়ে ফেলেছিল সাতক্ষীরার গুড়পুকুরের মেলা পরে স্থান পরিবর্তন করা হলেও মেলার জমজমাট ভাব আর ফেরেনি তবে দুর্গা পূজাকে কেন্দ্র করে আবার জমে উঠেছে গুড়পুকুরের মেলা সংশ্লিষ্টরা বলছেন, মেলা চলাকালীন দুর্গা পূজা পড়ায় দিন দিন দর্শনার্থী বাড়ছে এতে বিকিকিনিও বাড়ছে সমান তালে

স্থানীয় সূত্রে জানা গেছে, মনসা বিশ্বকর্মা পূজা উপলক্ষে দীর্ঘদিন ধরে বাংলা পঞ্জিকার ভাদ্র মাসের শেষ দিকে আয়োজন করা হয় মেলা আগে মেলা বসত পলাশপোলের গুড়পুকুরের পাড়ে কারণে তা গুড়পুকুরের মেলা নামে পরিচিতি পায় দেড় দশক আগেও উৎসবমুখর পরিবেশে গুড়পুকুরের মেলা চলত সাতক্ষীরায় তখন শহরের সদর হাসপাতাল মোড় থেকে শহরতলির বাকাল পর্যন্ত প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে মেলা আয়োজন করা হতো ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর মেলা চলাকালীন একটি সার্কাসে সাতক্ষীরার রকসি সিনেমা হলে বোমা হামলার ঘটনা ঘটে এতে নিহত হয় তিনজন ঘটনার পরই মেলায় দর্শনার্থীর আগমনে ভাটা পড়ে

দর্শনার্থী ফেরাতে পরে মেলা সরিয়ে নেয়া হয় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে তবে এর পরও মেলা জমেনি তবে এবার মেলা চলাকালীন দুর্গা পূজা পড়ায় দর্শনার্থীর সমাগম বেড়েছে এতে মেলা আবার জমে উঠেছে

সূত্র জানায়, জেলা প্রশাসন পৌরসভার যৌথ আয়োজনে এবার মেলা শুরু হয়েছে গত ১৯ সেপ্টেম্বর দেশের বিভিন্ন এলাকা থেকে আসা তিন শতাধিক স্টল রয়েছে এবারের মেলায় পূজা ঘনিয়ে আসায় দর্শনার্থীর ভিড় বাড়ছে দর্শনার্থীর আগমন বাড়ায় পোশাক, কসমমেটিকস, খেলনা, আসবাবসহ বিভিন্ন পণ্যের বিকিকিনি বেড়েছে আনুষ্ঠানিকভাবে মেলার সময়সীমা ১৫ দিন হলেও এবার মাসব্যাপী স্থায়ী হতে পারে এরই মধ্যে সময়সীমা বাড়ানোর জন্য ব্যবসায়ীরা আবেদনও করেছেন

মেলায় আসা দর্শনার্থী রেখা মণ্ডল, বাসন্তী মণ্ডল মালতি ঘোষ বলেন, পূজা উপলক্ষে এমনিতে কেনাকাটা করতে হতো তাই মেলায় এলাম

তালা উপজেলার কুমিরা থেকে আসা শিরিনা আক্তার নামে এক গৃহবধূ বলেন, সাতক্ষীরায় বিনোদনকেন্দ্রের বড় অভাব তাই ঘুরতে শিশুকে নিয়ে মেলায় এসেছি

খুলনার মায়ের দোয়া কসমেটিকস নামের একটি স্টলের মালিক হাফিজ উদ্দিন জানান, মেলার শুরুতে পাঁচ-ছয়দিন বেচাকেনা তেমন ভালো হয়নি তবে এখন দুর্গা পূজা উপলক্ষে বেশ জমে উঠেছে কেনাবেচা দর্শানার্থীরও ভিড় বেড়েছে

একই কথা শোনা গেল মেসার্স বিসমিল্লাহ স্টোরের ব্যবস্থাপক জাহানারা খাতুনের মুখে তিনি বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার মেলায় কেনাবেচা মোটামুটি ভালো বিশেষ করে দুর্গা পূজার কারণে দর্শানার্থীদের আগমন বেড়েছে

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক মো

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন