সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার পেল ১২ ব্যক্তি ও দুই প্রতিষ্ঠান

 আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখায় ১২ উদ্যোক্তা তিন প্রতিষ্ঠানকে সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার দিয়েছে সিটি ফাউন্ডেশন শক্তি ফাউন্ডেশন। গতকাল রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে কৃষিমন্ত্রী . আবদুর রাজ্জাক বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

চারটি ক্যাটাগরিতে বিজয়ীদের প্রত্যেককে ক্রেস্ট অর্থ দেয়া হয়। উদ্যোক্তাদের মধ্যে শ্রেষ্ঠ ক্ষুদ্র উদ্যোক্তা বিভাগে বিজয়ীকে পুরস্কার হিসেবে  দেয়া হয় সাড়ে লাখ টাকা। এছাড়া শ্রেষ্ঠ নারী ক্ষুদ্র উদ্যোক্তা বিভাগ, শ্রেষ্ঠ তরুণ ক্ষুদ্র উদ্যোক্তা বিভাগ শ্রেষ্ঠ কৃষি ক্ষুদ্র উদ্যোক্তা বিভাগের বিজয়ী প্রত্যেককে সাড়ে লাখ টাকা দেয়া হয়। প্রত্যেক বিভাগের প্রথম রানারআপ বিজয়ী দেড় লাখ টাকা এবং দ্বিতীয় রানারআপ বিজয়ী পেয়েছেন লাখ টাকা করে। অন্যদিকে সেরা সৃজনশীল ক্ষুদ্র ঋণ সংস্থা বিভাগে তিন প্রতিষ্ঠানকে ট্রফি সনদ দেয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী . আবদুর রাজ্জাক বলেন, বর্তমানে কৃষি যান্ত্রিকতার দিকে যাচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে ধান কাটার সময় মানুষই পাওয়া যাচ্ছে না। ফলে আমরা কৃষকদের মধ্যে ধান কাটার মেশিন বিতরণের কথা ভাবছি। যেটার খরচ সরকার বহন করবে ৭০ শতাংশ আর অবশিষ্ট মাত্র ৩০ শতাংশ কৃষক দেবেন। এছাড়া আমরা সার বীজ স্বল্পমূল্যে দেয়ার ব্যবস্থা করেছি। ভবিষ্যতেও কৃষক ক্ষুদ্র উদ্যোক্তাদের কল্যাণে যা যা করণীয় সবকিছুই সরকার করবে বলে আশ্বাস দেন তিনি।

১৪তম সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আরলিংকস লিমিটেডের চেয়ারপারসন ব্যবস্থাপনা পরিচালক এবং ১৪তম সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কারের ভারপ্রাপ্ত উপদেষ্টা পরিষদের চেয়ারপারসন রোকিয়া আফজাল রহমান। সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সিটি ব্যাংক এনএ বাংলাদেশের কান্ট্রি অফিসার এন রাজাশেকারান (শেখর), শক্তি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক . হুমায়রা ইসলাম, ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরামের নির্বাহী পরিচালক মো. আব্দুল আউয়ালসহ বিশিষ্টজনরা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন