পোল্যান্ডে ২৫ বছরের মধ্যে প্রথম কয়লা খনি চালু

বণিক বার্তা ডেস্ক

 ২৫ বছরের মধ্যে প্রথমবারের মতো কয়লা খনি চালু করল পোল্যান্ড। গত সপ্তাহে দক্ষিণ পোল্যান্ডের জাস্ট্রজেবি জেড্রোজ শহরের কাছে চালু হওয়া খনি থেকে ২০২২ সাল নাগাদ কোকিং কোল উত্তোলন করতে পারে দেশটি। খবর দ্য ফার্স্ট নিউজ।

কোকিং কোল উৎপাদনে ইউরোপের শীর্ষ প্রতিষ্ঠান পলিশ মাইনিং কোম্পানি জিএসডব্লিউ বিযাই-দেবিনা নামের কয়লা খনি নির্মাণ করেছে। ১৯৯৪ সালের পর দেশটিতে নতুন করে কয়লা খনিটি চালু হলো। দেশটির প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইস্কি বলেন, নতুন কয়লা খনি পলিশ শিল্পকে আরো শক্তিশালী করবে এবং ভবিষ্যতে পুরো ইউরোপ এটি দিয়ে উপকৃত হবে।

কয়লা উত্তোলন বাড়ানোর পক্ষে যুক্তি দেখিয়ে মোরাউইস্কি বলেন, আগে ইউরোপের কৌশলগত সম্পদের অন্যতম ছিল কোকিং কোল। কিন্তু বর্তমানে অর্থনীতিকে সমন্বিত দৃষ্টিতে দেখতে হবে। আমরা ইস্পাত ব্যতীত কোনোভাবেই আধুনিক অর্থনীতি তৈরি করতে পারব না। কয়লা ব্যতীত ইস্পাত উৎপাদনও সম্ভব নয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন